আমিরাতকে হারিয়ে জয়ের ধারায় বাংলাদেশ

ভারতের বিপক্ষে ৪৫ রানের হতাশাজনক হার দিয়ে এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে ৫১ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে মাশরাফি বাহিনী। ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারের মধ্যে ৮২ রান সংগ্রহ করতেই গুটিয়ে গেছে আমিরাতের ইনিংস। মাশরাফি, মুস্তাফিজদের দারুণ বোলিংয়ের সামনে আমিরাতের মাত্র তিনজন ব্যাটসম্যান পেরোতে পেরেছেন দুই অঙ্কের কোটা।urgentPhoto
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব বেশি ভালো নৈপুণ্য দেখাতে পারেননি। মোহাম্মদ মিথুনের ৪৭ ও মাহমুদউল্লাহর ৩৬ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে জমা করতে পেরেছিল ১৩৩ রান। তবে ব্যাটিং ব্যর্থতা টেরই পেতে দেননি বাংলাদেশের বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ৮২ রানেই থেমে গেছে আমিরাতের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ উসমান।
বল হাতে প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়ে যেতে পারত বাংলাদেশ। তাসকিনের দারুণ ডেভিভারিতে পুরোপুরি বিপর্যস্ত হয়ে স্লিপে ক্যাচ দিয়েছিলেন রোহান মুস্তফা। কিন্তু দ্বিতীয় স্লিপে দাঁড়ানো সৌম্য সরকার ক্যাচটা তালুবন্দি করতে পারেননি। তবে প্রথম উইকেটের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। দ্বিতীয় ওভারেই কলিমকে আউট করেছেন আল-আমিন। রোহানকে আউট করার আরেকটি সুযোগ এসেছিল চতুর্থ ওভারে। নিজের বলেই দারুণ এক ফিরতি ক্যাচ নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু শেষমুহূর্তে বলটি মাটি স্পর্শ করায় বেঁচে গিয়েছিলেন রোহান। পরের ওভারে মাশরাফির বলে সেই মুস্তাফিজের হাতেই ক্যাচ দিয়ে ফিরে গেছেন আমিরাতের এই ওপেনার। নিজের পরের ওভারে সাইমান আনোয়ারকেও সাজঘরমুখী করেছেন মাশরাফি। পয়েন্টে দারুণ এক ক্যাচ নিয়েছেন মাহমুদউল্লাহ। অষ্টম ওভারে আমিরাতকে জোড়া ধাক্কা দিয়েছেন মুস্তাফিজ। টানা দুই বলে ফিরিয়েছেন মোহাম্মদ শাহজাদ (১২) ও স্বপ্নীল পাটেলকে (০)।
আমিরাতের ইনিংসের শেষটা হয়েছে বাংলাদেশের স্পিনারদের হাতে। ব্যাট হাতে ৩৬ রানের ইনিংস খেলার পর বল হাতেও মাহমুদউল্লাহ নিয়েছেন দুইটি উইকেট। সাকিব পেয়েছেন একটি উইকেট।