শ্রীলঙ্কার বিপক্ষে অপরিবর্তিত বাংলাদেশ?
প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচের বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছিল। ইমরুল কায়েসের জায়াগায় নূরুল হাসান শোহান একাদশে জায়গা পান। এশিয়া কাপের নিজের প্রথম ম্যাচে হতাশ করলেও দারুণ উইকেট কিপিং করে সবার নজর কেড়েছেন এই তরুণ ক্রিকেটার। তাই শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচের দলে পরিবর্তন আনার সম্ভাবনা কম।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক সূত্রে জানাযায়, উইনিং কম্বিনেশন ভাঙার পক্ষে নন অনেকেই। তবে ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। বিশেষ করে টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও অলরাউন্ডার সাকিব আল হাসানের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে।
সকিব অবশ্য ব্যাটিংয়ে খারাপ করলেও বোলিং দিয়ে অনেক ক্ষেত্রে পুষিয়ে দিচ্ছেন। তবে মুশফিকুর রহিম গত দুই ম্যাচের একটিতেও খুব একটা সাফল্য পাননি। প্রথম ম্যাচে ১৬ এবং দ্বিতীয় ম্যাচে মাত্র চার রান করেন তিনি। সেক্ষেত্রে মুশফিকের জায়গায় অলরাউন্ডার নাসির হোসেন একাদশে জয়গা পেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
তবে শেষ পর্যন্ত বাংলাদেশ দলে কোনো চমক আছে কি না তাঁর জন্য অপেক্ষা হবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে এই সময়েই।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নূরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।