আফ্রিদির জন্মদিনে সাব্বিরের শুভেচ্ছা
বাকি একটা দিন। এর পরই শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান মহারণ। মাঠের লড়াইয়ে দুই দলই মত্ত থাকবে জয়ের নেশায়। ব্যক্তিগত সম্পর্ক ভুলে ক্রিকেটাররা তখন ‘আপন প্রাণে বাঁচাতে’ই ব্যস্ত থাকবেন।
উল্লিখিত বাস্তবতার উল্টো চিত্রও আছে। ম্যাচের ঠিক একদিন আগে ‘ক্রিকেটীয় শত্রুতা’র বাইরে সৌজন্য দেখালেন বাংলাদেশের তরুণ তুর্কি সাব্বির রহমান।পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদির জন্মদিনে তাঁর সঙ্গে তুলেছেন সেলফি। ফেসবুকে আফ্রিদিকে শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন স্ট্যাটাস।
এই সেলফিতে সাব্বির আর আফ্রিদিকেই দেখা গেছে হাস্যোজ্জ্বল। একমুহূর্তের জন্য দুজন যেন বন্ধু বনে গেছেন।
আফ্রিদিকে জানানো শুভেচ্ছায় আপ্লুত সাব্বিরভক্তরাও। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাব্বিরের স্ট্যাটাসে লাইক পড়েছে ১১ হাজারের বেশি। স্ট্যাটাসটি শেয়ার হয়েছে ৬৫ বার। আর মন্তব্য হয়েছে ২১০টি।
গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২৫৪ রানের ইনিংস খেলে ব্যাপক আলোচিত হন সাব্বির। আগামীকাল পাকিস্তানের বিপক্ষেও তেমনিভাবে জ্বলে উঠতে চাইবেন তিনি। এর আগে আফ্রিদির সঙ্গে তাঁর কুশল বিনিময় অন্য রকম একটা মুহূর্ত হয়ে থাকল।