সাব্বিরের অনুরোধ
ক্রিকেটার সাব্বির রহমানের নামে ফেসবুকে অনেকগুলো আইডি বের হয়েছে। নিজেই এ কথা জানিয়ে বিষয়টি সম্পর্কে ভক্তদের সতর্ক করে দিলেন তিনি। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি ভিডিও পোস্ট দিয়েছেন সাব্বির।
ভিডিও বার্তায় সাব্বির বলেন, ‘আমার অনেক ফেইক আইডি বের হয়েছে যা আপনাদের সঙ্গে অ্যাড করা আছে। এটা রিকোয়েস্ট যে তারা হয়তো অনেক কিছু আবদার করেছে, অনেক সময় অনেক কিছু শেয়ার করছেন তাদের সাথে। কিন্তু তারা ফেইক। আমার মাত্র দুটি আইডি, যেটাতে আমি অ্যাকটিভ থাকি সব সময়। বাকিগুলো ফেইক। তাদের ইগনোর করুন, তাদের পারলে ব্লক করুন। অনেক ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে আছেন, আশা করি ভবিষ্যতেও থাকবেন। ধন্যবাদ এবং আমাদের জন্য দোয়া করবেন।’
গতকাল রোববারই এশিয়া কাপে শ্রীলংকার বিরুদ্ধে ৫৪ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাব্বির রহমান। সাব্বিরের তাণ্ডবে শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম জয়ের পাশাপাশি এশিয়া কাপে ফাইনালে খেলার সম্ভাবনাও বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।
সম্প্রতি ফেসবুকে আমার বেশ কয়েকটি ফেইক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। দয়া করে সেই সকল ফেইক অ্যাকাউন্ট থেকে বিরত থাকুন। ধন্যবাদ পাশে থাকার জন্য এবং আশা করি সামনে এভাবেই সমর্থন দিয়ে যাবেন আপনারা।-সাব্বির রহমান।
Posted by Sabbir Rahman on Sunday, February 28, 2016