‘চাচার সেই ইনিংসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল’
নেদারল্যান্ডসের বিপক্ষে তামিম ইকবালের রেকর্ড বেশ সমৃদ্ধ। আইসিসির সহযোগী সদস্য দেশটির বিপক্ষে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন, তার মধ্যে তিনটিতেই তিনি অর্ধশতক করেছেন।
এই নেদারল্যান্ডসের বিপক্ষে তামিমে চাচা এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানেরও দুর্দান্ত একটি ইনিংস রয়েছে। ১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে সেবার তিনি ৬৮ রানের একটি অসাধারণ একটি ইনিংস খেলেছিলেন। সেই ইনিংসের ওপর ভর করে ডাচদের হারিয়ে সে আসরের সেমিফাইনালেও উঠেছিল বাংলাদেশ।
জনশ্রুতি আছে, আকরাম খান সেই ইনিংসটি খেলতে না পারলে বাংলাদেশ সে আসরের সেমিতে উঠতে পারত না এবং চ্যাম্পিয়নও হতে পারত না। আর তা না হলে বিশ্বকাপও খেলতে পারত না, বাংলাদেশের ক্রিকেটও এই পর্যায়ে আসতে পারত না।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে তামিম নেদারল্যান্ডসের বিপক্ষে অসাধারণ একটি ইনিংস খেলার পর আকরাম খানের সেই ইনিংসটির প্রসঙ্গ আবার উঠে এসেছে। তামিমের এই ইনিংসটির সঙ্গে আকরাম খানের সেই ইনিংসটিরও তুলনা করতে শুরু করেন অনেকেই।
বুধবার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের চাচার সেই ইনিংসটির প্রসঙ্গে তামিম বলেন, ‘এটা আমাদের সবাইকে মানতেই হবে, আমার চাচার সেই ইনিংসটি আমাদের ক্রিকেটের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। অনেক ইনিংসের চেয়ের সেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা বাঙালিরা সবাই তাঁর সেই ইনিংসটির কথা নিশ্চয়ই সব সময় মনে রাখব।’
দেশের ক্রিকেটের জন্য অবদান রাখতে পেরে এই বাংলাদেশ ওপেনার বলেন, ‘কার বিপক্ষে ভালো খেলেছি সেটা বড় কথা নয়। দেশের ক্রিকেটের জন্য অবদান রাখতে পারা আমার এবং আামদের পরিবারের কাছে খুবই ভালোলাগার একটি বিষয়।’
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের বড় ভাই ইকবাল খানের ছোট ছেলে তামিম ইকবাল। চট্টগ্রামের এই বিখ্যাত খান পরিবারের তৃতীয় প্রজন্ম তিনি, যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে প্রতিনিধিত্ব করছেন। তাঁর বড় ভাই নাফীস ইকবালও তাঁর আগে জাতীয় দলের হয়ে খেলেছেন।