নেদারল্যান্ডসকে পেলেই জ্বলে ওঠেন তামিম
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত চারটি অর্ধশতক করেছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। এর মধ্যে তিনটি অর্ধশতকই তাঁর আইসিসির সহযোগী সদস্য দেশ নেদারল্যান্ডসের বিপক্ষে। অন্যটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
টি-টোয়েন্টিতে তামিম প্রথম অর্ধশতকও পান এই নেদারল্যান্ডসের বিপক্ষে ২০১২ সালের জুলাইতে দ্য হেগে। সে ম্যাচে তিনি ৫৩ বলে ৬৯ রানের হার-না-মানা একটি ইনিংস খেলেছেন পাঁচটি চার ও দুটি ছক্কায়।
এই বাংলাদেশি ওপেনারের দ্বিতীয় অর্ধশতকটিও এসেছে এই ডাচদের বিপক্ষে। সেই সিরিজের পরের ম্যাচেই ৫০ রানের দারুণ একটি ইনিংস খেলে নিজে সাফল্য পেলেও দল হেরেছিল সে ম্যাচে, এক উইকেটে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে তামিম আবার জ্বলে উঠলেন যেন সেই নেদাল্যান্ডসকে পেয়েই। এবার তিনি যখন দারুণ এই ইনিংসটি খেলেছেন, দলের অন্য ব্যাটসম্যানরা একেবারেই ব্যর্থ হয়েছেন তখন। দলের ইনিংসের ১৫৩ রানের মধ্যে তামিম একাই হার-না-মানা ৮৩ রান করেন, আর অন্য ব্যাটসম্যানরা সবাই মিলে করেন বাকি ৭০ রান।
উল্লেখ করার মতো বিষয় হচ্ছে, তামিম ছাড়া অন্য ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন সৌম্য সরকার ও সাব্বির রহমান ১৫ রান করে।
জ্বলে ওঠার দিনে তামিম ব্যাট হাতেও বেশ উজ্জ্বল ছিলেন। ৮৩ রানের ইনিংসটি খেলতে তিনি বল খরচ করেছেন ৫৮টি। আর ছয়টি চারের মার ও তিনটি ছক্কার মার ছিল তাঁর এই ইনিংসে।

ক্রীড়া প্রতিবেদক