ধর্মশালা ছেড়ে কলকাতার পথে মাশরাফিরা
পাহাড়ঘেরা ধর্মশালার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হলেও ক্রিকেটের হিসেবে সময়টা খুব বেশি ভালো কাটেনি বাংলাদেশের। ওমান, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসকে পেছনে ফেলে সহজেই বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলেও বৃষ্টির জন্য বেশ ভালোই ভুগতে হয়েছে মাশরাফিদের। তবে এবারের মতো ধর্মশালার পাট চুকিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্বকাপ মিশনে এবার বাংলাদেশের গন্তব্য কলকাতা। আজ ধর্মশালা ছেড়ে কলকাতার উদ্দেশে রওনাও দিয়ে ফেলেছেন মাশরাফিরা।
ধর্মশালা থেকে রওনা দিয়ে দিল্লি হয়ে আজই কলকাতা পৌঁছানোর কথা বাংলাদেশের ক্রিকেটারদের। ১৬ মার্চ মূল পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে। এর মানে কলকাতার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য মাশরাফিরা সময় পাচ্ছেন মাত্র এক দিন। আগামীকাল মঙ্গলবারেই শেষ অনুশীলন সেরে নিতে হবে মাশরাফি বাহিনীকে।
বাংলাদেশ কলকাতার ইডেন গার্ডেনসে খেলতে যাচ্ছে ২৫ বছর পর। ১৯৯০ সালের এশিয়া কাপে ইডেন গার্ডেনসে প্রথমবারের মতো খেলেছিল বাংলাদেশ। সেটাই একমাত্র ম্যাচ হয়ে ছিল দীর্ঘ দুই যুগেরও বেশি সময়। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও বিখ্যাত এই মাঠে ব্যাট-বলের লড়াইয়ে নামতে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ২৮ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিও বাংলাদেশ খেলবে ইডেন গার্ডেনসে। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের অপর দুটি ম্যাচের ভেন্যু বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম।