ছেলেদের আগে উল্লাসে মাতলেন উইন্ডিজ মেয়েরা
দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাজয়ের লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের পুরুষ ক্রিকেট দল। শেষপর্যন্ত গেইল-স্যামিদের ‘চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন’ গানের সঙ্গে নাচতে দেখা যাবে কি না, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েক ঘণ্টা। তবে তার আগেই ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটাররা মেতে উঠলেন শিরোপাজয়ের উল্লাসে। টানা তিনবারের শিরোপাজয়ী অস্ট্রেলিয়াকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে উইন্ডিজ মেয়েরা জিতলেন প্রথম শিরোপা।
২০১৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা জিতেছিলেন অস্ট্রেলিয়ান মেয়েরা। এবার সেই হারের প্রতিশোধটা দারুণভাবেই নিলেন ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটাররা। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে জিতে নিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মেগ লেনিং ও ওপেনার এলসি ভিলানির ৫২ রানের দারুণ দুটি ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ১৪৮ রান জমা করেছিল অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও হয়েছিল দারুণভাবে। উদ্বোধনী জুটিতেই ১২০ রান জমা করে দলের জয় প্রায় নিশ্চিতই করে ফেলেছিলেন হাইলে ম্যাথেউস ও অধিনায়ক স্টেফানি টেলর। ১৬তম ওভারে ৪৫ বলে ৬৬ রানের দারুণ ইনিংস খেলে আউট হয়ে যান ম্যাথেউস। ১৯তম ওভারে টেলর যখন আউট হন তখন জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল মাত্র ৫ রান। ৫৭ বলে ৫৯ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন টেলর। শেষপর্যায়ে ১২ বলে ১৮ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন ডেন্ড্রা ডটিন।
এ বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলও জিতেছিল বিশ্বকাপ শিরোপা। এবার মেয়েরাও জিতলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। এখন ফাইনালে উইন্ডিজ পুরুষ দল যদি ইংল্যান্ডকে হারাতে পারে তাহলে অনন্য এক ট্রেবল জয়ের কৃতিত্ব অর্জন করতে পারবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা।