ফুটবল ‘বাঁচাতে’ ক্রিকেট বোর্ড সভাপতির দ্বারস্থ!
দেশে ফুটবলের দুর্দশার কথা আর বলার অপেক্ষা রাখে না। এই দুরবস্থা থেকে ফুটবলকে তুলে আনতে নড়েচড়ে বসেছেন বেশ কয়েকজন সাবেক তারকা ফুটবলার। ‘বাঁচাও ফুটবল’ ব্যানারে আন্দোলনেও নেমেছেন তাঁরা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাবেক ফুটবলাররা বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন কমিটিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বর্তমান কমিটির বিরদ্ধে প্রার্থী দাঁড় করানোরও ঘোষণা দিয়েছেন তাঁরা।
তবে এখানেই থেমে নেই পিন্টু, চুন্নু, গাফফার ও কায়সার হামিদরা। এবার তাঁরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের দ্বারস্থ হয়েছেন। তাঁর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তাও কামনা করছেন সাবেক ফুটবলাররা।
আজ বুধবার গুলশানের বাসভবনে বিসিবি সভাপতির সঙ্গে দেখাও করেছেন তাঁরা। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, সাবেক তারকা ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, শামসুল আলম মঞ্জু, আবদুল গাফফার, কায়সার হামিদ ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিক, মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ও কর্মকর্তা আবু হাসান চৌধুরী প্রিন্স এই সময় উপস্থিত ছিলেন।
সভা শেষে চুন্নু সাংবাদিকদের বলেন, ‘বিসিবি সভাপতি ক্রীড়াঙ্গনের একজন নেতৃস্থানীয় ব্যক্তি। আমরা তাঁকে অভিভাবকের মতো মনে করি। তাই আমরা তাঁর কাছে বাফুফের চলমান অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির একটা চিত্র তুলে ধরেছি। মূলত তাঁর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছাতে চাই আমরা-‘ফুটবলকে বাঁচাতে একটা যোগ্য কমিটি দরকার’।
পরে নাজমুল হাসান বলেন, ‘ফুটবল খেলোয়াড় ও সংগঠকরা আমাকে একটি দায়িত্ব দিয়েছেন। আমি আগামী দু-একদিনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলব। তা ছাড়া তারা যে কথাগুলো বলেছেন তাও আমি শুনেছি। আমি মনে করি দেশের ফুটবলের উন্নয়নে বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো উচিত।’