১০৮ কেজি ওজন কমিয়ে নতুন অনন্ত!
আইপিএলের আগের আসরগুলোতে মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ চলার সময় প্রায়ই মাঠে দেখা যেত মোটাসোটা এক তরুণকে। গত আসরে মুম্বাইয়ের শিরোপা জয়ের পরও পন্টিং-টেন্ডুলকারদের সঙ্গে ট্রফি হাতে উল্লাসে মেতে উঠতে দেখা গিয়েছিল তাঁকে। এবারের আসরের প্রথম ম্যাচেও মাঠে ছিলেন সেই তরুণ। কিন্তু তাঁকে কোনোভাবেই চেনার উপায় ছিল না। গত দেড় বছরে ১০৮ কেজি ওজন কমিয়ে ফেলা মানুষকে হঠাৎ করে দেখে চেনাটা কঠিনও বটে।
অবিশ্বাস্য মনে হলেও সত্যিই এই অসাধ্য সাধন করেছেন মুম্বাই ইন্ডিয়ানসের মালিক মুকেশ ও নিতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। ২১তম জন্মদিনের আগে ওজন কমানোর দৃঢ়সংকল্প করেছিলেন তিনি। আর কঠোর পরিশ্রম ও সংযমের মাধ্যমে সত্যিই সেটা করেও দেখিয়েছেন। গত শনিবার নিজের জন্মদিনে অনন্ত হাজির হয়েছিলেন একেবারেই নতুন চেহারায়।
এ জন্য আম্বানিপুত্রকে পরিশ্রমও কম করতে হয়নি। গত দেড় বছর প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘণ্টা তিনি কাটিয়েছেন জিমে। প্রতিদিন হেঁটেছেন ২১ কিলোমিটার করে। আর সে সঙ্গে নিয়মিত যোগব্যায়াম, ওয়েট ট্রেনিং, হৃৎপিণ্ড-সংক্রান্ত নানাবিধ ব্যায়ামও চলেছে নিয়মিত। মিষ্টিজাতীয় খাবারও পুরোপুরি বাদ দিয়েছিলেন অনন্ত। ওজন কমানোর জন্য কোনো ধরনের চর্বিজাতীয় খাবারও মুখে তোলেননি তিনি।
শ্বাসকষ্টের সমস্যা থাকায় ছোটবেলা থেকেই অনন্তকে খেতে হয়েছে অনেক ওষুধ। কম বয়সেই অনেক মোটা হয়ে যাওয়ার পেছনে এটা ছিল একটা প্রধান কারণ। এখনো অনেক কড়া ডোজের ওষুধ খেতে হয় তাঁকে। আর এ কারণে ওজন কমানোর কাজটা খুব কঠিন হবে বলে সতর্ক করেছিলেন চিকিৎসকরা। কিন্তু কঠোর পরিশ্রম করেই সেই অসাধ্য সাধন করেছেন তিনি।
অনন্ত আম্বানির এই দারুণ উদ্যম ও ইচ্ছাশক্তি যে কারো জন্যই হতে পারে অনুপ্রেরণা। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বলিউড তারকা সালমান খানসহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন অনন্তকে।