ডাকাতের গুলিতে ক্রিকেটার নিহত
কী কুক্ষণেই যে ত্রিনিদাদে বেড়াতে গিয়েছিলেন এড্রিয়ান সেন্ট জন! ডাকাতের গুলিতে বেঘোরে প্রাণটাই হারাতে হলো তাঁকে। ২২ বছর বয়সী এই ব্রিটিশ ক্রিকেটারের দুঃখজনক মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে এখন শোকের ছায়া।
লন্ডনে অবস্থিত ক্রিস গেইল অ্যাকাডেমির ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন সেন্ট জন। গত রোববার রাতে ডাকাতদের আক্রমণে নিহত হয়েছেন তিনি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ত্রিনিদাদের মাউন্ট ডি’অর জেলায় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সেন্ট জন। সঙ্গে ছিলেন ৫০ বছর বয়সী এক নারী।
ওই নারীর মেয়েকে নেওয়ার জন্য গাড়ি থামাতেই দুজন ডাকাতের আক্রমণের শিকার হন তাঁরা। ডাকাতরা বন্দুক উঁচিয়ে সেন্ট জনকে সেখান থেকে চলে যাওয়ার আদেশ দিয়েছিল। এলোপাতাড়ি গুলিও ছুড়ছিল তারা। একটা গুলি গিয়ে লাগে সেন্ট জনের মাথায়। হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিজের নামাঙ্কিত অ্যাকাডেমির এক ক্রিকেটারের এমন মর্মান্তিক মৃত্যু সংবাদ শুনে গেইল মর্মাহত। ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার টুইটারে লিখেছেন, ‘ভীষণ দুঃখজনক খবর। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল।’
সেন্ট জনের এমন করুণ মৃত্যুতে তাঁর বন্ধুরাও চোখের জল ধরে রাখতে পারছেন না। টমি স্মিথ নামে তাঁর এক বন্ধুর মন্তব্য, ‘সে ছিল ভীষণ মজার আর খুবই ভালো মানুষ। আমার খুবই ভালো বন্ধু এড্রিয়ানের চিরবিদায়ের সংবাদ শুনে আমি মর্মাহত।’