বাদ পড়ে ভীষণ অবাক হার্শা ভোগলে
ঠিক কী কারণে আইপিএলের ধারাভাষ্য কক্ষে তিনি অনুপস্থিত তা জানা নেই কারোরই। অনেকেরই ধারণা, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়দের ভূয়সী প্রশংসাই কাল হয়ে দাঁড়িয়েছে হার্শা ভোগলের জন্য। ম্যাচশেষে পরোক্ষে তাঁর সমালোচনা করেছিলেন বলিউড-কিংবদন্তি অমিতাভ বচ্চন। কেউ কেউ মনে করছেন ভারতের তরুণ খেলোয়াড়দের সমালোচনার জন্য হার্শার সঙ্গে চুক্তি ছিন্ন করেছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে যে কারণেই হোক, জনপ্রিয়তার তুঙ্গে থেকে ‘চাকরি’ হারিয়ে তিনি ভীষণ অবাক।
হার্শার বিস্ময় প্রতিফলিত হয়েছে ফেসবুকে। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘আমি এখনো জানি না কেন আইপিএলে কাজ করছি না। আমাকে কিছুই বলা হয়নি। সাধারণ মানুষ আমাকে পছন্দ করে না এমন কথা হয়তো আমি মেনে নিতে পারব। কিন্তু আমি আন্তরিকভাবে আশা করি ক্রিকেটাররা আমার বিরুদ্ধে অভিযোগ করার জন্যই এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি।’
ভারতের ক্রিকেটাঙ্গনে গুঞ্জন, কয়েকজন তরুণ খেলোয়াড়ের অভিযোগের কারণে হার্শার সঙ্গে চুক্তি ছিন্ন করেছে বিসিসিআই। কারো মনে কোনো ক্ষোভ থাকলে তা দূর করারও চেষ্টা করেছেন এই জনপ্রিয় ধারাভাষ্যকার। তিনি লিখেছেন, ‘উপদেশ শুনতে আপত্তি নেই এমন প্রত্যেক তরুণ ক্রিকেটারকে আমি বলতে চাই, আমাদের পক্ষে হয়তো সবকিছু মেনে নেওয়া সম্ভব হয় না। তবে আমি সবসময় চাই তারা যেন ভালো করে। আমি তাদের রান করা, উইকেট নেওয়া বা ক্যাচ ধরা থেকে তো বিরত রাখতে পারি না। এটা হলো তাদের কাজ। আর আমাদের কাজ তারা ভালো খেলছে নাকি খেলছে না, তা তুলে ধরা।’
হার্শা ভোগলের আইপিএল থেকে বিতাড়িত হওয়ার ঘটনা ভালোই ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। টুইটারে হার্শার ৩৫ লাখ অনুসরণকারীর অনেকেই এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।