আইপিএল থেকে হার্শা ভোগলে ‘বহিষ্কার’
ধারাভাষ্যকার হিসেবে হার্শা ভোগলের জনপ্রিয়তার কথা কারো অজানা নয়। নিরপেক্ষ, নিখুঁত বিশ্লেষণের কারণে নিজের দেশে তো বটেই, দেশের বাইরেও তিনি বহু মানুষের কাছে প্রিয়। বাংলাদেশেও তাঁর অজস্র ভক্ত। যে কোনো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ধারাভাষ্যকক্ষে তাঁর উপস্থিতি অবধারিত। অথচ এবারের আইপিএলে দেখা যাবে না হার্শা ভোগলেকে। তাঁর সঙ্গে আইপিএল চুক্তি বাতিল করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত? আইপিএলের জন্মলগ্ন থেকেই তো ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছিলেন ভোগলে। ছিলেন এবারের নিলামের সঞ্চালকও। তাহলে এবার কেন তাঁকে সরিয়ে দেওয়া হলো সেই প্রশ্নে তোলপাড় ভারতের ক্রিকেটাঙ্গন। ভোগলের চুক্তি বাতিলের ব্যাখ্যা অবশ্য বিসিসিআই কর্তৃপক্ষ দেয়নি। বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা শুধু ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে জানিয়েছেন, ‘ধারাভাষ্যকারদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা প্রত্যেকের মতামত বিবেচনা করে থাকি। সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাভাষ্যকারদের সম্পর্কে প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছি আমরা। খেলোয়াড়দের মতামতও বিবেচনা করেছি।’
ভারতের ক্রিকেটাঙ্গনের অনেকের ধারণা, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচ-পরবর্তী একটি ঘটনাই সর্বনাশ করেছে ভোগলের। সেদিন মাত্র এক রানে হেরে যাওয়ার পর মাশরাফির দলের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন তিনি, যা ভালোভাবে নিতে পারেননি অমিতাভ বচ্চন। কারো নাম উল্লেখ না করে পরোক্ষে ভোগলের সমালোচনা করেছিলেন বলিউড-কিংবদন্তি। ‘বিগ-বি’র সঙ্গে সুর মিলিয়েছিলেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। এ নিয়ে কম জল ঘোলা হয়নি।
ভোগলের বিতাড়িত হওয়ার পেছনে আরেকটি মতবাদও আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শেষে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের এক কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। ঘূর্ণি পিচে ভারতীয় ব্যাটসম্যানদের নাকাল হওয়া সম্ভবত মেনে নিতে পারেননি ভোগলে। অনেকের ধারণা, সেদিন মাথা গরম করার ‘শাস্তি’ই পেতে হচ্ছে তাঁকে।
এবারের আইপিএলের শুরুতেই এমন একটা দুঃসংবাদ পেয়ে স্বাভাবিকভাবেই মন খারাপ ভোগলের। তবে এই আকর্ষণীয় প্রতিযোগিতার জন্য শুভকামনা জানাতে তিনি ভোলেননি। টুইটারে লিখেছেন, ‘আবারও আইপিএলের অংশ হতে পারলে দারুণ হতো। তবু এই প্রতিযোগিতার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছি। এটাই আমার প্রিয় টুর্নামেন্ট। আশা করি নবম আইপিএল সফল হবে।’