প্রধান নির্বাচক হলেন ইনজামামই
পাকিস্তান ক্রিকেটে পালাবদলের হাওয়া বইছে গত কিছুদিন থেকেই। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শহীদ আফ্রিদি। কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন ওয়াকার ইউনুসও। সে ধারাবাহিকতায় নির্বাচক প্যানেল ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কয়েকদিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছিল সাবেক তারকা ব্যাটসম্যান ইনজামাম-উল-হককে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হবে। আফগানিস্তানের কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর সন্দেহটা আরো জোরালো হয়েছে।
অবশেষে সেই অনুমিত ব্যাপারটাই বাস্তবতায় রূপ নিল। সোমবার পিসিবি প্রধান নির্বাচক হিসেবে সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের নাম ঘোষণা করেছে।
চার সদস্যের নির্বাচক কমিটিতে ইনজামাম ছাড়াও আছেন তাঁর এক সময়ের সতীর্থ ওপেনার ওয়াজাহাতুল্লা ওয়াস্তি, সাবেক অফ স্পিনার তৌসিফ আহমেদ ও সাবেক পেস বোলিং অলরাউন্ডার ওয়াসিম হায়দার।
১২০টি টেস্ট ও ৩৭৮টি ওয়ানডে খেলা ইনজামাম পাকিস্তানের ইতিহাসেরই অন্যতম সেরা ব্যাটসম্যান। ওয়ানডেতে পাকিস্তানের সর্বোচ্চ রান (১১৭০১) তাঁর, টেস্টে তৃতীয় সর্বোচ্চ (৮৮২৯)।
দীর্ঘদিন পর হলেও এই সাবেক তারকা ব্যাটসম্যানকে যোগ্য দায়িত্বে বসিয়েছে পিসিবি। তিনি আরেক সাবেক ক্রিকেটার হারুন রশিদের স্থলাভিষিক্ত হয়েছেন।
নতুন দায়িত্ব পেয়ে ইনজামাম বলেন, ‘দেশের ক্রিকেটের উন্নতিতে যথাসাধ্য চেষ্টা করে যাব আমি। দলের সাফল্য পেতে কোচ ও অধিনায়ককে নিয়ে আমরা একযোগে কাজ করতে হবে আমাদের। আশা করছি এর মাধ্যমে ভালো কিছু অর্জন করা সম্ভব হবে।’