পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম?

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর বেশ ভালোই তোলপাড় উঠেছে পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে। অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন শহীদ আফ্রিদি। কোচের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন ওয়াকার ইউনিস। এবার নির্বাচক কমিটিও ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর প্রধান নির্বাচক হিসেবে পিসিবির প্রথম পছন্দ ইনজামাম-উল-হক।
পাকিস্তানের সাবেক এই অধিনায়ক অবশ্য এখন আছেন আফগানিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্বে। ইনজামামের তত্ত্বাবধানে আফগান ক্রিকেটাররা দারুণ নৈপুণ্যও দেখিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাছাইপর্বের সব ম্যাচ জিতে সুপার টেনে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল আফগানিস্তান। ইনজামামের সঙ্গে তাদের চুক্তির মেয়াদটাও আছে এ বছরের শেষ পর্যন্ত। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইলে ইনজামামকে আগেই ছেড়ে দেওয়ার ব্যাপারে রাজি হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের পর কোচিংয়ের দিকে ঝুঁকেছিলেন ইনজামাম। ২০১২ সালে অল্প কিছুদিনের জন্য পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন সাবেক এই অধিনায়ক। ২০১৫ সালে নিয়েছিলেন আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব। এবার পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবেও ‘ইনজি’কে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। পাকিস্তানের এই প্রস্তাবে আগ্রহও দেখিয়েছেন তিনি। এখন চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে গেলেই পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় দেখা যাবে ইনজামামকে।
ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের পক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি এখনো আছে ইনজামামের দখলে। ১৯৯১ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৩৭৫টি ওয়ানডে খেলে তিনি করেছিলেন ১১,৭০১ রান। ১১৯টি টেস্ট খেলে তাঁর সংগ্রহ ৮,৮২৯ রান।