হৃদরোগে আক্রান্ত ইনজামাম
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল-হক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরই মধ্যে তাঁর এনজিওপ্লাস্টি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিছুদিন হাসপাতালে থাকতে হবে তাঁকে।
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, গত তিন ধরে বুকে ব্যথা অনুভব করছিলেন ইনজামাম। পরে লাহোরের একটি হাসপাতালে ভর্তি হয় তাঁকে। পরীক্ষায় ধরা পড়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।
১৯৯১ সালে পাকিস্তান জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল ইনজামামের। আর ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। পাকিস্তানের হয়ে ৩৭৮টি ওয়ানডে খেলে ১১৭৩৯ রান করেন। এই ফরম্যাটে পাকিস্তানের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেন তিনি। ওয়ানডেতে ১০টি সেঞ্চুরি ও ৮৩টি হাফসেঞ্চুরি করেন। তাঁর সর্বোচ্চ সংগ্রহ ১৩৭ রান।
টেস্টে ১২০ ম্যাচ খেলে ৮৮৩০ রান করেন। এই ফরম্যাটে ২৫টি সেঞ্চুরি ও ৪৬টি হাফসেঞ্চুরি করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। টেস্টে এক ইনিংসে তাঁর সর্বোচ্চ সংগ্রহ ৩২৯ রান। পাকিস্তানের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১১ রান করেন।
ইনজামাম ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক ছিলেন। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক ছিলেন। তিনি কিছুদিন আফগানিস্তান ক্রিকেট দলের কোচ ছিলেন।

স্পোর্টস ডেস্ক