ইনজামামের ধৈর্য ধরার আহ্বান
বাস্তবতা ভালোমতোই জানা ইনজামাম-উল-হকের। পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক জানেন, তাঁর হাতে কোনো অলৌকিক ক্ষমতা নেই। দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া পাকিস্তান ক্রিকেট দলকে রাতারাতি সাফল্য এনে দেওয়া সম্ভব নয় তাঁর পক্ষে। আর তাই দেশের মানুষকে একটু ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
ইনজামামের সামনে কঠিন পরীক্ষা। এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন কোচ ওয়াকার ইউনিস। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন শহীদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেটের এমন টালমাটাল অবস্থায় নির্বাচন কমিটি বাতিল করে ইনজামামের কাঁধে দেওয়া হয়েছে প্রধান নির্বাচকের দায়িত্ব।
কিন্তু দায়িত্ব নিয়েই তো দলকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই দেশবাসীর প্রতি পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের আহ্বান, ‘আমি মাত্রই কাজ শুরু করলাম। আমার হাতে কোনো জাদুদণ্ড নেই। সাফল্যের জন্য সময় তো লাগবেই। আমাদের ধৈর্য ধরতে হবে। দ্রুত কোনো কিছুর আশা না করাই ভালো।’
ইনজামাম অবশ্য হাতে বেশ কিছুটা সময় পাচ্ছেন। তাঁর প্রথম ‘অ্যাসাইনমেন্ট’ পাকিস্তানের ইংল্যান্ড সফর। আগামী জুলাইয়ে শুরু হতে যাওয়া এই সফরে চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। সফরের ফাঁকে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটো ওয়ানডেও খেলবে তারা।
আফগানিস্তানের কোচ হিসেবে দারুণ সাফল্য পেয়েছেন ইনজামাম। তাঁর অধীনে আফগানদের সবচেয়ে বড় সাফল্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়। দেখা যাক নতুন ভূমিকায় কতটা সাফল্য পান ‘ইনজি’।