ভারতে খেলতে যাওয়া নিয়ে সর্বশেষ যা জানালেন বুলবুল
নিরাপত্তা শঙ্কার কারণে আগামী মাসে ভারতের অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন করেছে বিসিবি। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে দুইবার ই-মেইল করেছে বোর্ড।
বিশ্বকাপ শুরুর এক মাসেরও কম সময় বাকি আছে। কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইসিসি। তবে গতকাল শনিবার রাতে সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বিসিবি এখনো আগের অবস্থানেই অনড় আছে। অর্থাৎ ভারতে দল পাঠাবে না।
সেসময় সাংবাদিকরা বুলবুলকে প্রশ্ন করেন- ভারতেই অন্য ভেন্যুতে খেলার প্রস্তাব পেলে কী করবে বিসিবি? উত্তরে বুলবুল বলেন, ‘ভারতের অন্য ভেন্যুও তো ভারতই। ভেন্যু বলে তো কোনো কথা নাই। তবে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আর যেখানে আমরা দাঁড়িয়ে ছিলাম এখনও সেখানেই আছি।’
আইসিসি থেকে সর্বশেষ কোনো আপডেট আছে কিনা এমন প্রশ্নের উত্তরে বুলবুল বলেন, ‘না, আমরা এখনও কোনো উত্তর পাইনি। আমরা যতগুলো তথ্য দেওয়া দরকার, সব দিয়েছি। আমরা অপেক্ষা করছি আইসিসি আমাদেরকে কী জানায়।’
প্রসঙ্গত, ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির কাছে নতী স্বীকার করে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় বিসিসিআই। বিষয়টিকে ভালোভাবে নেয়নি বাংলাদেশও। এরপরই সিদ্ধান্ত নেয় ভারতে দল পাঠাবে না বিসিবি।

স্পোর্টস ডেস্ক