আসিফ নজরুলের বক্তব্য আনুষ্ঠানিক নয় : বিসিবি
আইসিসির চিঠিতে নিরাপত্তা সংক্রান্ত তিনটি বিষয়ের কথা বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেলে এমন কথা বলেন তিনি। তবে, সন্ধ্যা নাগাদ এই ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে তারা স্পষ্ট করে জানিয়েছেন, ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আনুষ্ঠানিক কোনো বক্তব্য নয়।
বিসিবি তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার বক্তব্যে আইসিসি সংক্রান্ত যে চিঠির কথা আজ উল্লেখ করা হয়েছে, সেটি মূলত বিসিবি ও আইসিসির নিরাপত্তা বিভাগের মধ্যে হওয়া একটি অভ্যন্তরীণ যোগাযোগ। এই যোগাযোগ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন সংক্রান্ত।’
বিসিবি যোগ করে, ‘এই চিঠিকে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক আবেদনের জবাবে আইসিসির চূড়ান্ত বা আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া হিসেবে ধরা যাবে না।’
আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আসিফ নজরুল। সেখানে তিনি বলেন, ‘আইসিসির সিকিউরিটি টিম তাদের চিঠিতে তিনটি সুনির্দিষ্ট বিষয়ের কথা উল্লেখ করেছে। চিঠিতে বলা হয়েছে, তিনটি জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। প্রথমত, বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন। তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে।’
এই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব, তাহলে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না।’

স্পোর্টস ডেস্ক