বিপিএল নিয়ে দুই লক্ষ্য বিসিবি সভাপতির
দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলকে। সেগুলোর সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গত আসরের নানা বিতর্ক আর অব্যবস্থাপনার সঙ্গে দেশে চলমান অস্থির পরিস্থিতি, সবকিছু মাড়িয়ে এবারের আসর সুষ্ঠুভাবে আয়োজন করাটাই বড় চ্যালেঞ্জ বুলবুলের জন্য।
তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি এবারের বিপিএল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তার সামনে এখন প্রধানত দুটি লক্ষ্য। তিনি মনে করেন, এই টুর্নামেন্ট আসন্ন বিশ্বকাপের জন্য জাতীয় দলের প্রস্তুতির ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে।
বুলবুল বলেন, ‘এবারের বিপিএল নিয়ে আমাদের দুটি সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। প্রথমত, একটি সুষ্ঠু, সুন্দর ও পরিচ্ছন্ন টুর্নামেন্ট উপহার দেওয়া। দ্বিতীয়ত, বিপিএলের পরপরই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যদিও এটি সরাসরি বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প নয়, তবে এই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে এবং প্রস্তুতি ঝালিয়ে নিতে খেলোয়াড়দের জন্য এটি দারুণ সুযোগ হবে।’
মাঠের খেলা নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নিচ্ছে বোর্ড। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকল পক্ষের নির্দেশনা মেনেই এগোতে চান বিসিবি সভাপতি।
বুলবুল বলেন, ‘আমাদের মূল কাজ খেলাটা মাঠে গড়ানো এবং সুন্দরভাবে আয়োজন করা। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ আমাদের যেসব স্টেকহোল্ডার আছেন, তাদের অবদান ও নির্দেশনার প্রতি আমরা শ্রদ্ধাশীল। পরিস্থিতি বুঝে তাদের পরামর্শ ও নির্দেশনা মেনেই আমরা কাজ করব। সব দিকেই আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।’
টুর্নামেন্ট শুরুর আগে বিপিএল গভর্নিং কাউন্সিল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একইসঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিজেদের দায়িত্ব পালনে আরও যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন বিসিবি প্রধান। তিনি বলেন, ‘বিপিএল গভর্নিং কাউন্সিল তাদের নিয়ম অনুযায়ী কাজ করছে। তবে এখানে ফ্র্যাঞ্চাইজিগুলোরও বড় ভূমিকা থাকে। তাদের উচিত নিজেদের দায়িত্বগুলোর দিকে সঠিকভাবে নজর দেওয়া। আমরা তাদের সেভাবেই প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি।’

স্পোর্টস ডেস্ক