মোহামেডান-আবাহনী দ্বৈরথ বৃহস্পতিবার
আগের মতো সেই টানটান উত্তেজনা এখন আর নেই। মোহামেডান-আবাহনীর লড়াই মানেই রোমাঞ্চকর একটি ম্যাচ, সেই চিত্র এখন আর দেখাও যায় না। তারপরও ঢাকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই বলে কথা, এখনো দর্শকদের কিছুটা হলেও আগ্রহ থাকে।
বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডান-আবাহনী মুখোমুখি হচ্ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লড়াইয়ে নামবে দুই দল।
অবশ্য এই লড়াইয়ের আগে কিছুটা এগিয়ে সাদা-কালোর শিবির। পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে মোহামেডান। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আবাহনীর অবস্থান সপ্তম।
তাই এই ম্যাচ আবাহনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দলটির অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আসরে এটি আমাদের জন্য সবচেয়ে বড় ম্যাচ। এই উত্তেজনার রেশ কছুটা হলেও খেলোয়াড়দের মধ্যে পড়েছে। তাই এই ম্যাচ আমাদের জন্য কিছুটা চ্যালেঞ্জের। চেষ্টা করব চ্যালেঞ্জটা ইতিবাচকভাবেই নিতে।’
পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকলেও আবাহনী অধিনায়ক তা নিয়ে মোটেও ভাবছেন না, ‘পয়েন্ট তালিকায় আমরা পিছিয়ে আছি তা ঠিক, কিন্তু তা নিয়ে আমরা মোটেও ভাবছি না। আমাদের সব ভাবনাজুড়ে এখন শুধু এই ম্যাচেকে ঘিরে। আশা করি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।’