বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান মনোহর

আগামী ২৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদের প্রথম নির্বাচন। কিন্তু শশাঙ্ক মনোহর ছাড়া আর কেউই অংশ নেননি এ নির্বাচনে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতের এই ক্রিকেট প্রশাসক। ২০১৪ সালে তৈরি হয়েছিল আইসিসির নতুন এই পদ।
আইসিসির চেয়ারম্যান নির্বাচনে অংশ নেওয়ার জন্য দুদিন আগেই ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন মনোহর। চেয়ারম্যান পদের জন্য আর কেউই জমা দেননি মনোনয়নপত্র। আইসিসির বোর্ড ডিরেক্টররাও সমর্থন দিয়েছিলেন মনোহরকে। ফলে নির্বাচনের আনুষ্ঠানিকতা ছাড়াই তাঁকে আইসিসির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন অডিট কমিটির সভাপতি আদনান জাইদি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলেও প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে আইসিসির সভাপতির দায়িত্ব গ্রহণের পর মনোহর বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতি নির্বাচিত হতে পারাটা সম্মানের ব্যাপার। আমার প্রতি বিশ্বাস রাখার জন্য আমি আইসিসির ডিরেক্টরদের ধন্যবাদ দিতে চাই।’
২০১৪ সালে আইসিসির সংবিধানে বেশ কিছু পরিবর্তন এনে তৈরি করা হয়েছিল এই চেয়ারম্যান পদ। সেই সংবিধানটিতেও এখন পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। উল্লেখযোগ্য একটি পরিবর্তন দেখা যাবে আইসিসির সভাপতি পদের ক্ষেত্রে। এ বছরের শেষে বার্ষিক সভায় এই পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছে আইসিসি। ফলে সংগঠনটির সর্বোচ্চ ক্ষমতা থাকবে চেয়ারম্যানের হাতে। ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের আ হ ম মুস্তফা কামাল। ২০১৫ সালের বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বিবাদে জড়িয়ে পদত্যাগ করেছিলেন তিনি। তার পর থেকে আইসিসির সভাপতির আসনটি আছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার জহির আব্বাসের দখলে।