টেন্ডুলকারকে পেয়ে কুস্তিগীরদের উচ্ছ্বাস
শচীন টেন্ডুলকার যেখানেই যান, হৈচৈ পড়ে যায় সেখানেই। ইতিহাসের সফলতম ব্যাটসম্যানকে কাছে পেয়ে ভারতের কুস্তিগীররা যে খুশি হবেন, সে তো জানা কথা। টেন্ডুলকার অবশ্য অলিম্পিকে প্রতিনিধিত্ব করতে যাওয়া কুস্তিগীরদের সঙ্গে শুধু দেখাই করেননি, মূল্যবান উপদেশও দিয়েছেন।
রিও অলিম্পিকে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের শুভেচ্ছাদূত টেন্ডুলকার। আগামী আগস্টে অনুষ্ঠেয় ক্রীড়াযজ্ঞের জন্য কুস্তিগীররা এখন নিবিড় অনুশীলনে ব্যস্ত। ব্যস্ততার মাঝে ভারতের ক্রিকেট-ঈশ্বরকে পেয়ে তাঁরা দারুণ খুশি হয়েছিলেন। ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব রাজীব মেহরা আর কুস্তি দলের কোচরাও উপস্থিত ছিলেন সাক্ষাতের সময়।
প্রায় দুই ঘণ্টা কুস্তিগীরদের সঙ্গে কাটিয়ে টেন্ডুলকারও আনন্দিত। টুইটারে দুটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমাদের কয়েকজন চ্যাম্পিয়ন কুস্তিগীরের সঙ্গে দেখা করলাম। তাঁরা ২০১৬ রিও অলিম্পিকের প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের অভিজ্ঞতা ও স্বপ্ন সম্পর্কে জানতে পেরে দারুণ লাগছে।’
কুস্তিগীররা শুধু খুশিই হননি, টেন্ডুলকারকে পেয়ে তাঁরা নাকি মানসিকভাবেও অনেক উজ্জীবিত আগের চেয়ে। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে সে কথাই জানিয়েছেন নারী কুস্তি দলের কোচ কুলদীপ সিং, ‘টেন্ডুলকারের সঙ্গে দেখা করে আমাদের কুস্তিগীররা উচ্ছ্বসিত। আমরা একসঙ্গে খাবার খেয়েছি। তারপর তিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলে অলিম্পিকের জন্য তাঁদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছেন। তাঁর সঙ্গে কথা বলে আমাদের খেলোয়াড়রা এখন মানসিকভাবে উজ্জীবিত। তিনি তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়ে অনেক গল্প শুনিয়েছেন। খেলোয়াড়ি-জীবনে কীভাবে চাপের সঙ্গে মানিয়ে নিতেন, সে কথাও জানিয়েছেন সবাইকে।’