মুশফিকের রানে ফেরা, স্বরূপে তাইজুল
আসরের প্রথম তিন ম্যাচে একটি শতক ও দুটি অর্ধশতক ছিল তাঁর। এরপর টানা রান-খরায় মুশফিকুর রহিম। ছয় ম্যাচে একেবারেই ফ্লপ। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের অধিনায়ক অনেকদিন পর হলেও আবার রানে ফিরেছেন।
শনিবার ফতুল্লার খান শাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। মাশরাফি বিন মুর্তজার কলাবাগানের বিপক্ষে ৭৫ রান করেন তিনি ৭১ বল খরচায়। পাঁচটি চার ও দুটি ছক্কায় এই ইনিংসটি সাজিয়েছেন তিনি।
মুশফিকের দুর্দান্ত এই ইনিংস এবং ভারতীয় ব্যাটসম্যান বিপুল শর্মার শতকের ওপর ভর করে মোহামেডান ২৯১ রনের লক্ষ্য ছুড়ে দেয় কলাবাগানের বিপক্ষে।
শুধু মুশফিকই নন, এবারের প্রিমিয়ার লিগে তাইজুল ইসলামকেও দেখা যাচ্ছিল না স্বরূপে। আজ বিকেএসপিতে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে খোলস থেকে বেরিয়ে এলেন লিজেন্ডস অব রূপগঞ্জের স্পিনার। ১০ ওভারে ২৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। রূপগঞ্জের দুর্দান্ত বোলিংয়ে শেখ জামাল গুটিয়ে গেছে ১৮৪ রানে।
এর আগে নয় ম্যাচ থেকে তাইজুল আট উইকেট নিয়েছিলেন। অবশ্য কোনো ম্যাচেই খুব ভালো সাফল্য পাননি তিনি। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আবার নিজের আসল রূপে ফিরে ভবিষ্যতে ভালো কিছু করার আশাবাদ জাগিয়ে তুলেছেন তিনি।