কলম্বিয়ার ‘শান্তির ম্যাচে’ ম্যারাডোনা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/06/photo-1428309308.jpg)
অর্ধশতাব্দী ধরে চলা গৃহযুদ্ধে কলম্বিয়া ক্ষত-বিক্ষত। লাতিন আমেরিকার দেশটিতে শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে অবশেষে। তারই অংশ হিসেবে কলম্বিয়ার রাজধানী বোগোতায় এক প্রীতি ম্যাচে মাঠে নামবেন সাবেক তারকা ফুটবলাররা। যে ম্যাচের প্রধান আকর্ষণ ডিয়েগো ম্যারাডোনা!
আগামী ১০ এপ্রিল বোগোতার তেচো স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটির নাম দেওয়া হয়েছে ‘শান্তির সপক্ষে ম্যাচ’। বোগোতার মেয়রের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ম্যাচে আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা খেলবেন। আরো কয়েকজন সাবেক ফুটবলারের খেলার কথাও উল্লেখ করা হয়েছে। তবে তাঁদের নাম প্রকাশ করা হয়নি।
১৯৬৪ সালে শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে মার্ক্সপন্থী ‘রেভলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া’ বা ফার্কের সঙ্গে আলোচনা করছে কলম্বিয়ান সরকার। লাতিন আমেরিকার সবচেয়ে দীর্ঘমেয়াদি এই গৃহযুদ্ধে প্রায় দুই লাখ ২০ হাজার মানুষ মারা গেছে। ঘরছাড়া হয়েছে ৫০ লাখের বেশি মানুষ।