আজ রাতে ফেসবুকে সরাসরি তামিম

গত রোববার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচ চলার সময় আম্পায়ারকে গালাগাল করেছিলেন তামিম ইকবাল। এই নিয়ে জল অনেদক দূর গড়িয়েছিল। আর এই কারণে সমালোচনার মুখে পড়েন বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনার।
বিষয়টা অনুধাবনও হয়েছে তামিমের। এই অসৌজন্যমূলক আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।
শুধু দুঃখ প্রকাশ করেই খান্ত হননি তিনি, আজ রাতে ভক্ত-সমর্থকদের সঙ্গে ফেসবুকে সরাসরি কথাও বলবেন তিনি। বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পেজে তিনি জানিয়েছেন তা।
ফেসবুক পেজে তামিম এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আজ রাত ১০টায় ফেসবুকে আমি উপস্থিত হব আমার পেইজ-এ। ইনশাল্লাহ। কিছুক্ষণ কথা হবে, গল্প হবে, আড্ডা হবে আপনাদের সঙ্গে। প্রশ্ন থাকলে লেখে ফেলতে পারেন এই পোস্টে। যথা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ...। রাত ১০টা। মনে থাকবে তো?’