শেষ মুহূর্তের গোলে সুইডেনকে হারাল ইতালি
শেষ দিকে গোল করাটা যেন নিয়ম হয়ে যাচ্ছে এবারের ইউরোতে। এডারের ৮৮ মিনিটের গোলে হাইভোল্টেজ ম্যাচে সুইডেনকে হারিয়ে ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলতে ফাইনাল নিশ্চিত করল ইতালি।
ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া মুহূর্তটা বোধহয় আটকে গেছে বারবার একটি ফ্রেমে। পুরো ম্যাচজুড়ে সুইডেনের বল নিয়ে ছোটাছুটির উল্টো দিকে ইতালি কিছুটা গতিহীন। জ্লাতান ইব্রাহিমোভিচকে প্রাণ ভোমরা ধরে আক্রমণ সাজানো সুইডিশদের কপাল বোধহয় পুড়েছে ৭৩ মিনিটের এক মিসে।
পুরো ম্যাচজুড়েই হয়েছে বিক্ষিপ্ত ফুটবল। ইতালি এক পয়েন্ট নিয়ে শেষ ষোলতে যেতে মনোযোগী ছিল বেশি। সুইডেন তুলনায় উদ্যমী হলেও গোলে শট নিতে পারেনি। যাতে করে জন্ম নিল ১৯৮০ সালের পর নতুন রেকর্ড। ইউরোতে কোনো ম্যাচে মাত্র ১২ শট সেবার শেষ দেখেছিল দুনিয়া।
ইতালি সেখান থেকে জেগে উঠল। পারলোর হেড পারেনি জালের ঠিকানা খুঁজে পেতে। কিন্তু পেরেছে ইতালি। সেটাও শেষ মুহূর্তে। ৮৮ মিনিটে এডারের বলতে গেলে একার চেষ্টায় গোলটি এ আসরের অন্যতম সেরা তা বলাই যায়।
বিশ্বকাপ ও ইউরো মিলে গ্রুপ পর্যায়ে এর আগে টানা দুই ম্যাচ জেতেনি ইতালি। এদিন তা হলো। যেমন করে হলো ১৯৮৮ সালের পর এ স্কোর লাইনে ইউরোতে কোনো ম্যাচ জয়।
এবারের ইউরোতে অনেক অবাক করা ঘটনা ঘটছে। ৮৫ থেকে ৯০ মিনিটের মধ্যে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। ৯৩ মিনিটে সুইডেনের এই পেনাল্টি আবেদন রেফারি ফিরিয়ে না দিলে সুইডেনও হয়তো পারত এক পয়েন্ট নিয়ে নিজেদের শেষ ষোলোর রাস্তাটা নির্বিঘ্ন করতে।