ইমরান খানের তৃতীয় বিয়ের গুঞ্জন!

যখন ক্রিকেট মাঠে ছিলেন, খেলোয়াড়ি নৈপুণ্যের পাশাপাশি নারী-সংক্রান্ত গুঞ্জনে আলোচনায় থাকতেন সব সময়। অবসর নিয়েছেন প্রায় দুই যুগ আগে। এখন তিনি একজন জনপ্রিয় রাজনীতিবিদ। কিন্তু এখনো ইমরান খানের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। পাকিস্তানের সফলতম অধিনায়ককে নিয়ে সাম্প্রতিক গুঞ্জন, তিনি নাকি তৃতীয় বিয়ে করেছেন! যদিও এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ইমরান নিজেই।
পাকিস্তানের নিউজ চ্যানেল দুনিয়ানিউজের দাবি, কয়েক দিন আগে তৃতীয়বারের মতো মালাবদল করেছেন ৬৩ বছর বয়সী ইমরান। লন্ডনে সাদামাটা বিয়ের আসরে উপস্থিত ছিল দুই পক্ষের কয়েকজন ঘনিষ্ঠ মানুষ। দুনিয়ানিউজ জানিয়েছে, ইমরানের তৃতীয় স্ত্রীর নাম মারিয়াম। তাঁর বোন বুশরা পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের প্রভাবশালী মানেকা পরিবারের বধূ। বুশরার আরেকটি পরিচয়, তিনি ইমরানের ‘আধ্যাত্মিক উপদেষ্টা’। পাকিস্তানের জনপ্রিয় জিও নিউজ আরেকটু তথ্য যোগ করে জানিয়েছে, বুশরাই নাকি বিয়ের পরামর্শ দিয়েছেন ইমরানকে। ইমরানের মতো মারিয়ামেরও দুটো সন্তান আছে আগের বিয়ে থেকে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান অবশ্য এই খবর উড়িয়ে দিয়েছেন। টুইট করে ইমরান জানিয়েছেন, ‘আমার বিয়ের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন। আমি বিয়ে করিনি। বিয়ে করলে ঘোষণা দিয়ে আর ধুমধাম করেই করব।’ পিটিআইর কেন্দ্রীয় তথ্যসচিব নাঈম উল হকও সুর মিলিয়েছেন দলীয় প্রধানের সঙ্গে, ‘খবরটা সত্যি নয়। নিউজ চ্যানেলগুলোতে আমরা খবরটা দেখেছি আর হেসেছি।’
ব্রিটিশ ধনকুবের জেমস গোল্ডস্মিথের মেয়ে জেমাইমা ছিলেন ইমরানের প্রথম স্ত্রী। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারের প্রথম বিয়ে টিকেছিল নয় বছর, ১৯৯৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত। প্রথম বিয়েতে দুটো ছেলে আছে ইমরানের। গত বছর বিবিসির আবহাওয়াবিষয়ক রিপোর্টার রেহাম খানকে আবার বিয়ে করেন তিনি। কিন্তু ১০ মাস পরে ভেঙে যায় বিয়েটা।