অলিম্পিককে ভালোবেসে পেলের গান

তিনি ফুটবলের জীবন্ত কিংবদন্তি, ফুটবল মাঠের অনন্য শিল্পী। তবে শুধু ফুটবল নয়, গানের প্রতিও অপরিসীম ভালোবাসা পেলের। সামনেই রিও অলিম্পিক। দেশের মাটিতে অলিম্পিক উপলক্ষে একটি গান করেছেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপজয়ী।
গানটির বৈশিষ্ট্য হলো এটার কথা পেলের নিজেরই লেখা। গানটির শিরোনাম ‘এসপেরানসা’। পর্তুগিজ ভাষায় ‘এসপেরানসা’ শব্দের অর্থ আশা। পেলের আশা, গানটি শুনে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতায় জ্বলে ওঠার অনুপ্রেরণা পাবেন ক্রীড়াবিদরা।
আগামী ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে গানটি। ভক্তদের ‘এসপেরানসা’ উপহার দিতে পেরে পেলে ভীষণ রোমাঞ্চিত। নিজের টুইটার অ্যাকাউন্টে ফুটবল-সম্রাট লিখেছেন, “অলিম্পিকের জন্য ‘এসপেরানসা’ নামে একটি গান লিখেছি আর রেকর্ডও করেছি। ১৫ জুলাই আপনাদের সবার সঙ্গে এটা শেয়ার করার জন্য আমার আর তর সইছে না!”
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বিবেচনায় গত শতাব্দীর সেরা ক্রীড়াবিদ পেলে এর আগেও গানের প্রতি তাঁর নিবিড় ভালোবাসা প্রকাশ করেছেন। ব্রাজিলের প্রয়াত পপতারকা এলিস রেজিনার সঙ্গে কয়েকটি গান রেকর্ড করেছিলেন তিনি। বড়দিন উপলক্ষে সাম্বার ছন্দে যেমন গান লিখেছেন, তেমনি গান লিখেছেন শিশুদের জন্যও।