ভিডিওবার্তায় শুভকামনা চাইলেন সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএলে আগেও একবার খেলেছিলেন সাকিব আল হাসান। তিন বছর আগে ওয়েস্ট ইন্ডিজের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় তাঁর দল ছিল বার্বাডোজ ট্রাইডেন্টস। মাঝে দুই বছর সিপিএলে খেলেননি। এবার সাকিব খেলছেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। নতুন দল আর নিজের জন্য ভক্তদের কাছে শুভকামনা চেয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।
ওয়েস্ট ইন্ডিজ থেকে এক ভিডিওবার্তা প্রকাশ করেছেন সাকিব। সেখানে তিনি বলেছেন, ‘সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আমি জানি, আপনারা আমার খেলা দেখছেন এবং আমাকে সাপোর্ট করছেন। সে সঙ্গে আমি চাইব, আপনারা জ্যামাইকা তালাওয়াসকেও সাপোর্ট করেন। আর সিপিএল ২০১৬কেও সাপোর্ট করেন। সবাই দোয়া করবেন আর সবাই আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।’
সিপিএল ২০১৬তে সাফল্য-ব্যর্থতার মিশ্র অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হচ্ছে সাকিবকে। এ পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে জ্যামাইকা। এর একটি মাঝপথে বৃষ্টিতে ভেসে যাওয়ায় মাঠে নামার সুযোগ হয়নি সাকিবের। বাকি তিন ম্যাচের দুই ইনিংসে ৩২ রান করেছেন তিনি। বোলিং করেছেন তিন ম্যাচেই। ১০ ওভারে ৭২ রানের বিনিময়ে উইকেট নিয়েছেন দুটি, ইকোনমি রেট ৭.২০।
সাকিবের মতো তাঁর দলও যাচ্ছে সাফল্য আর ব্যর্থতার ভেতর দিয়ে। প্রথম দুই ম্যাচে জয় পেলেও তৃতীয় ম্যাচে হেরে গেছে জ্যামাইকা তালাওয়াস। চতুর্থ ম্যাচে ক্রিস গেইলের ঝড়ো ব্যাটিং জয়ের স্বপ্ন দেখালেও বৃষ্টিতে ভেস্তে গেছে সব আশা।
সিপিএলে সাকিবদের পরের ম্যাচ আগামী শনিবার। বাংলাদেশ সময় সকাল ৭টায় জ্যামাইকা মুখোমুখি হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের।