পিসিবিতে ‘বুলেটপ্রুফ’ বাস

সাত বছর আগের সেই অভিশপ্ত সকালের কথা কোনোদিন ভুলতে পারবে না পাকিস্তান। লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার কলঙ্কের জের আজো বইতে হচ্ছে তাদের। এর পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট প্রায় ব্রাত্যই বলা যায়। গত বছর অনেক বুঝিয়ে-শুনিয়ে জিম্বাবুয়েকে রাজি করাতে পারলেও আর কোনো দেশ পাকিস্তানের অনুরোধে সাড়া দিচ্ছে না কিছুতেই। অতিথিদের ভয়-ভীতি ভাঙাতে তাই চারটি ‘বুলেটপ্রুফ’ বাস কিনতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাসগুলো অবশ্য অনেক আগেই আসতে পারত। ২০১২ সালে পিসিবির এক সভায় এ-সংক্রান্ত অনুমোদন হয়ে গিয়েছিল। কিন্তু বোর্ডে পরিবর্তনের কারণে পিছিয়ে যায় ‘বুলেটপ্রুফ’ বাস নিয়ে আসার উদ্যোগ। গত বছর আবার এ ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন পিসিবির নির্বাহী কমিটির প্রধান নাজাম শেঠি। অবশেষে তা আলোর মুখ দেখতে চলেছে।
পিসিবির এক মুখপাত্র ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে জানিয়েছেন, ‘আমাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর লক্ষ্যে এ চারটি বাস নিয়ে আসা হচ্ছে। আমরা আশাবাদী, বিদেশি দলগুলো আগামীতে পাকিস্তান সফরে আসবে। আমরা তাদের সবাইকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিচ্ছি।’
২০০৯ সালের মার্চে লাহোর টেস্টের তৃতীয় দিন সকালে গাদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল শ্রীলঙ্কা দল। ব্যাটসম্যান থিলান সামারাবিরার পায়ে গুলি লাগলেও আর কোনো ক্রিকেটার গুরুতর আহত হননি। তবে ছয়জন নিরাপত্তারক্ষী ও দুজন পথচারী মারা গিয়েছিল সে হামলায়।
এরপর দীর্ঘদিন কোনো বিদেশি দল পাকিস্তানে যায়নি। গত বছরের মে মাসে জিম্বাবুয়ে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে গিয়েছিল। কিন্তু আর কোনো দেশকে শত অনুরোধেও রাজি করাতে পারেনি পিসিবি, যে কারণে অনেক আর্থিক ক্ষতিও হচ্ছে তাদের।