প্রথম দিনটি ইংল্যান্ডের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের শুরুটা দারুণভাবে করেছে ইংল্যান্ড। ইয়ান বেলের দারুণ শতকে অ্যান্টিগা টেস্টে পাঁচ উইকেট হারিয়ে ৩৪১ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করেছে সফরকারীরা। ১৪৩ রান করে কেমার রোচের শিকারে পরিণত হয়েছেন বেল।
তবে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। প্রথম ১৭ ওভারের মধ্যে মাত্র ৩৪ রান সংগ্রহ করতেই আউট হয়েছিলেন ওপেনার জোনাথন ট্রট (০), অধিনায়ক অ্যালিস্টার কুক (১১) ও গ্যারি ব্যালান্স (১০)। তবে চতুর্থ উইকেটে ১৭৭ রানের জুটি গড়ে দারুণভাবে ঘুরে দাঁড়ান বেল ও জো রুট। ৬৪তম ওভারে ৮৩ রান করা রুটকে সাজঘরে ফিরিয়ে ক্যারিবিয়ান শিবিরে স্বস্তি এনে দেন জেরোম টেলর। তবে এই স্বস্তি খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি। পঞ্চম উইকেটে ১৩০ রানের জুটি গড়ে দিনের বাকিটা সময়ও উইন্ডিজ বোলারদের বেশ ভালোই ভুগিয়েছেন বেল ও বেন স্টোকস।
দিনের একেবারে শেষ পর্যায়ে কেমার রোচের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন বেল। ২৫৬ বলে ১৪৩ রানের ইনিংসটি খেলার পথে একটি ছয় ও ২০টি চার মেরেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। শতরানের পথে এগিয়ে যাচ্ছেন স্টোকসও। প্রথম দিন শেষে তিনি অপরাজিত আছেন ৭১ রান করে।