বিপিএলের অনুষ্ঠানে ফ্যাশন শো

অনুষ্ঠানটা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান। ভিন্নতা আনতে আয়োজকরা দারুণ একটি ফ্যাশান শোর আয়োজন করে ফেললেন। বাংলাদেশের ফুটবলের কোনো অনুষ্ঠানে যা এবারই প্রথম হয়েছে।
সোমবার রাজধানীর এক হোটেলে এই ফ্যাশন শোতে শুধু মডেলরাই ছিলেন না, ১২টি ক্লাবের ১২ জন ফুটবলারও অংশ নিয়েছেন।
প্রথমে প্রতি ক্লাবের জার্সি পরে দুজন করে মডেল স্টেজে আসেন। তাদের একজনের হাতে বল এবং অন্যজনের হাতে ছিল ক্লাবের পতাকা। পরে আবার মডেলদের সঙ্গে যোগ দেন একজন করে ফুটবলার।
শুধু ফ্যাশান শোই নয়, দারুণ একটি নৃত্যানুষ্ঠানও হয়েছে। মডেল নিরব ও মেহজাবিনের সঙ্গে একঝাঁক নৃত্যশিল্পী থিম সংয়ের তালে তালে নাচেন।
এবারের আসরটি মাঠে গড়াবে ২৪ জুলাই। ভিন্ন আঙ্গিকে এই আসরটি বসতে যাচ্ছে।
এই আসরটির স্বত্ব কিনে নিয়েছে সাইফ গ্লোবাল স্পোর্টস। আর স্পন্সর করছে জজ ভুঁইয়া গ্রুপ।