মরিনিয়োর বাড়িতে চুরি করতে গিয়ে জেলে!

জোসে মরিনিয়ো তখন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখতে মগ্ন। বুঝতেও পারেননি লন্ডনে তাঁর সাধের বাড়িতে ঢোকার চেষ্টা করছেন এক যুবক। তবে ওই যুবকের উদ্দেশ্য সিদ্ধি হয়নি। হাতেনাতে ধরা পড়ে তিনি এখন জেলে।
গত ১০ জুলাই ফ্রান্সের বিপক্ষে স্বদেশ পর্তুগালের খেলা দেখছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মরিনিয়ো। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। ঠিক তখনই স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ কোচের বিলাসবহুল বাড়ির বেসমেন্টের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছিলেন গ্যাবন রোমান নামে ২৫ বছর বয়সী এক যুবক।
কিন্তু রোমানের চেষ্টা সফল হয়নি। মরিনিয়োর বাড়ির এক পরিচারিকা দেখে ফেলেন তাঁকে। ওই পরিচারিকার চিৎকারে আশপাশের বাড়ি থেকে ছুটে আসেন অনেকে। তাঁরা ধরে ফেলেন ‘চোর’কে।
সঙ্গে সঙ্গে ফোন করা হয় পুলিশকে। রোমানকে গ্রেপ্তার করে তারা নিয়ে যায় থানায়। আজ মঙ্গলবার রোমানকে তোলা হয়েছিল লন্ডনের একটি আদালতে। আদালত মোটামুটি কঠিন শাস্তিই দিয়েছেন তাঁকে। এক বিবৃতিতে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ‘তিনি (রোমান) তাঁর অপরাধ স্বীকার করেছেন। তাঁকে চার সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
পুরো ঘটনাটা গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে ব্রিটেনের বিখ্যাত ট্যাবলয়েড দ্য সান।