টেস্ট না খেললেও আক্ষেপ নেই ধোনির
চার টেস্টের সিরিজ খেলতে ভারতীয় দল এখন ওয়েস্ট ইন্ডিজে। অ্যান্টিগায় প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল থেকে। বিরাট কোহলিদের সামনে কঠিন চ্যালেঞ্জ হলেও মহেন্দ্র সিং ধোনির হাতে অফুরন্ত অবসর। ভারতের সফলতম অধিনায়ক বছর দেড়েক আগেই বিদায় জানিয়েছেন টেস্ট ক্রিকেটকে। সেজন্য অবশ্য কোনো আক্ষেপ নেই ধোনির মনে। তবে নিজেই জানিয়েছেন, টেস্টকে ‘মিস’ করেন এখনো।
২০১৪ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে হুট করে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছিলেন ধোনি। তারপর থেকে তিনি শুধু সীমিত ওভারের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন ভারতের। টেস্ট ছাড়লেও ওয়ানডে আর টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব তাঁর কাঁধেই।
ধোনির নেতৃত্বে গত মাসে জিম্বাবুয়ে সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেছিল ভারত। দেশে ফেরার পর আপাতত তাঁর হাতে কোনো ‘কাজ’ নেই। ওদিকে ক্যারিবিয়ানে কোহলি-ধাওয়ানরা ব্যস্ত টেস্ট সিরিজ নিয়ে।
ওয়ানডে আর টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক এ ব্যাপারে মুখ না খুলে থাকতে পারেননি। আজ এক অনুষ্ঠানে ধোনি বলেছেন, ‘ক্রিকেটের পোকা কখনোই আপনার মাথা থেকে দূর হবে না। অবসরের পরও আপনি কোনো না কোনোভাবে খেলাটার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি টেস্ট ক্রিকেট মিস করি। কারণ এটা খুব চ্যালেঞ্জিং। তবে আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’
নিজে না খেললেও সতীর্থদের শুভকামনা জানাতে ভোলেননি ধোনি। ওয়েস্ট ইন্ডিজে বিশেষ করে স্পিনাররা ভালো করবেন বলেই তাঁর বিশ্বাস, ‘আমাদের বোলিং আক্রমণের সবচেয়ে ভালো দিক হল আমাদের বেশ কয়েকজন প্রতিভাবান বোলার আছে আর তারা সবাই ফিট। ক্যারিবিয়ান উইকেটগুলো আগের চেয়ে ধীরগতির হয়ে পড়ায় আমাদের বোলাররা তা কাজে লাগাতে পারবে।’