অবশেষে বিসিবিতে ফিরলেন রফিক

খেলা ছেড়েছেন বহু আগে, সেই ২০০৮ সালে। এরপর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো কার্যক্রমে সম্পৃক্ত হননি এক সময়ের তারকা স্পিনার মোহাম্মদ রফিক। দীর্ঘদিন পর হলেও বিসিবির সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক এই বাঁ-হাতি স্পিনার।
বিসিবির হাইপারফরম্যান্স ক্যাম্পে এখন স্পিন পরামর্শক হিসেবে কাজ করবেন রফিক। এ ব্যাপারে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘রফিক হাইপারফরম্যান্স ক্যাম্পে স্পিন বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন। আশা করছি তাঁর অভিজ্ঞতাগুলো তরুণ ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন।’
খেলা ছাড়ার পর কেরানীগঞ্জে নিজ ব্যবসাতেই বেশি মনোযোগী ছিলেন রফিক। পাশাপাশি বিভিন্ন সময়ে ঘরোয়া টুর্নামেন্টেও কাজ করেছেন। কিন্তু বিসিবির সঙ্গে সম্পৃক্ত হননি তিনি।
রফিক বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেন। এখনো বাংলাদেশের পক্ষে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি।
ওয়ানডেতে রফিক নিয়েছেন ১১৯ উইকেট। বাংলাদেশের ওয়ানডে উইকেট সংগ্রাহকের তালিকায় তিনি আছেন চতুর্থ স্থানে। অথচ তিনিই কি না বিসিবি থেকে দূরে ছিলেন।