রোগা হওয়া প্রসঙ্গে কী জানালেন করণ?

বলিউডের পরিচালক করণ জোহরের শরীরের হঠাৎ এতো পরিবর্তন দেখে কেউ কেউ বিস্মিত, কেউ আবার বিরক্ত। কেউ কেউ এমনকি এটাও বলেছেন যে, ওজন কমানোর ওষুধ গ্রহণের জন্যই নাকি করণের এই অবস্থা হয়েছে। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন করণ নিজেই। জানিয়েছেন, তিনি সুস্থ আছেন এবং আগে এতটা সুস্থ বোধ করেননি তিনি। খবর : এনডিটিভি‘র
সম্প্রতি ‘ধড়ক ২’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে করণ বলেন, ‘আমি ইন্টারনেটে পড়ছিলাম যে লোকেরা আমাকে প্রায় মেরে ফেলেছিল। অনেকে বলছিলেন, কী হয়েছে ওঁর, কী অসুখ হয়েছে করণ জোহরের। আমি সবাইকে বলতে চাই যে আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমি খুশি। শুধু তাই নয়, আজকের আগে কখনও এত হালকা অনুভব করিনি।’
করণ আরও বলেন, ‘আমার ওজন কমানোর পেছনে অন্যতম কারণ হলো আমি কিছু স্বাস্থ্যকর অভ্যাস রপ্ত করেছি। আমি বেঁচে আছি এবং বেঁচে থাকব। যারা সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করছেন, তাদের বলছি, আমি অনেক বছর বাঁচতে চাই, বিশেষ করে আমার সন্তানদের জন্য। ওরা সবাই আমার সন্তান। আমার ভেতরে অনেক গল্প আছে, সেগুলো দর্শকের কাছে নিয়ে আসতে হবে।’
সম্প্রতি করণের একটি ছবি রেডিটে ভাইরাল হয়, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছড়ায় ইন্টারনেটে। কেউ কেউ মন্তব্য করেছেন— করণকে ভালো দেখাচ্ছে না, নিশ্চয়ই তিনি অসুস্থ।
প্রসঙ্গত, করণ জোহর প্রযোজিত ‘ধড়ক ২’ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি ও সিদ্ধান্ত চতুর্বেদী। সিনেমাটি পরিচালনা করেছেন শাজিয়া ইকবাল। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ধড়ক’ সিনেমারই এটি সিক্যুয়েল।