কী হয়েছিল নায়ক জাভেদের? কেমন ছিল তার শেষ দিনগুলো?
ঢাকাই চলচ্চিত্রের সোনালী দিনের ‘রাজকুমার’ ও ‘ড্যান্সিং কিং’ খ্যাত ইলিয়াস জাভেদ আর নেই। আজ বুধবার বেলা ১১টায় উত্তরার নিজ বাসভবনে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে থাকা এই নায়কের মৃত্যুর খবর আসতেই চলচ্চিত্র পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে ঠিক কী হয়েছিল প্রিয় নায়কের? কেমন ছিল তার শেষ দিনগুলো?
দীর্ঘদিন লড়েছেন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে
জাভেদের পারিবারিক সূত্র নিশ্চিত করেছে যে, এই বর্ষীয়ান অভিনেতা দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। কেবল ক্যানসার নয়, ৮২ বছর বয়সী এই অভিনেতার শরীরে বাসা বেঁধেছিল বার্ধক্যজনিত নানাবিধ জটিলতাও। অসুস্থতার কারণে গত কয়েক বছরে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কিছুটা সুস্থ বোধ করায় তাকে উত্তরার বাসায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা আর হলো না; আজ সকালেই তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
কেন ছিলেন অন্তরালে?
নব্বই দশকের পর থেকেই রুপালি পর্দা থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন রাজা মোহাম্মদ ইলিয়াস (জাভেদের প্রকৃত নাম)। এক সময়ের ব্যস্ততম এই নায়ক শেষ জীবনে অনেকটা নিভৃতচারী হয়ে পড়েন। কালেভদ্রে চলচ্চিত্রের দু-একটি অনুষ্ঠানে তাকে দেখা গেলেও শারীরিক অসুস্থতা তাকে জনসম্মুখ থেকে দূরে সরিয়ে রেখেছিল। পরিবারের সঙ্গে নিভৃতে সময় কাটানোই ছিল তার শেষ জীবনের রুটিন।
পেশোয়ার থেকে ঢাকার রুপালি পর্দা
১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে (পাকিস্তান) জন্ম নেওয়া এই অভিনেতা ভাগ্যের অন্বেষণে ঢাকায় থিতু হয়েছিলেন। ১৯৬৪ সালে উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে অভিষেক হলেও তিনি অমর হয়ে আছেন শতাধিক বাংলা সিনেমার লড়াকু নায়ক হিসেবে। বিশেষ করে ‘নিশান’ ছবির সেই দুর্ধর্ষ তলোয়ারবাজি কিংবা অসাধারণ নৃত্যশৈলী তাকে আজও অনন্য করে রেখেছে। ব্যক্তিগত জীবনে ১৯৮৪ সালে তিনি বিয়ে করেন চিত্রনায়িকা ডলি চৌধুরীকে।
শোকাতুর চলচ্চিত্র অঙ্গন
জাভেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। তাদের মতে, জাভেদ কেবল একজন নায়ক ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ নৃত্য পরিচালকও। ঢাকাই সিনেমায় নাচের আধুনিকায়ন তার হাত ধরেই হয়েছিল। তার মৃত্যুতে একটি বর্ণিল অধ্যায়ের অবসান ঘটলো।
আজ বাদ আসর নামাজে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হতে পারে বলে পারিবারিক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

বিনোদন ডেস্ক