কিংবদন্তি অভিনেতা জাভেদের প্রয়াণ: শাকিব খানের আবেগঘন বার্তা
ঢাকাই চলচ্চিত্রের সোনালী দিনের জনপ্রিয় নায়ক ও প্রখ্যাত নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদ আর নেই। আজ বুধবার সকালে উত্তরার নিজ বাসভবনে ৮২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বরেণ্য এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শীর্ষ নায়ক শাকিব খান। তিনি তার ভেরিফায়েড পেজে লিখেছেন, "চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক শ্রদ্ধেয় ইলিয়াস জাভেদ। তাঁর প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও। তাঁর সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।"
১৯৬৪ সালে ‘নয়ি জিন্দেগি’ দিয়ে অভিষেক হওয়া জাভেদ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিশেষ করে ‘নিশান’ ও ‘পায়েল’ সিনেমার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে আজ না ফেরার দেশে পাড়ি জমালেন এই ‘ড্যান্সিং হিরো’। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ও নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদ মারা গেছেন। বরেণ্যে এই তারকার মৃত্যুতে শোকের ছাঁয়া নেমেছে এসেছে শোবিজ অঙ্গনে। সামাজিক মাধ্যমে যেনো হয়ে উঠেছে শোকবইয়ে। শোবিজ তারকারা তাতে লিখে রাখছেন ইলিয়াস জাভেদকে নিয়ে শোকগাঁথা।

বিনোদন ডেস্ক