২৫ বছর পর আবারও এক হতে যাচ্ছেন সালমান-করণ
বলিউডের মোস্ট অ্যালিজেবল ব্যাচেলর সালমান খান ২৭ ডিসেম্বর ৫৮ বছরে পা রাখেন। জীবনের বিশেষ এ দিনে বলিউড ইন্ডাস্ট্রির সহকর্মীদের কাছ থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন ভাইজান। সালমানকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ২৫ বছর আগে সালমানের সঙ্গে কাজ করা পরিচালক করণ জোহরও। একই সঙ্গে বিশেষ এ দিনে সালমান ভক্তদের একটি সুখবরও দেন করণ।
সালমানকে শুভেচ্ছাবার্তা জানাতে নিজের প্রথম সিনেমার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন করণ জোহর। সেইসঙ্গে প্রায় ২৫ বছর পর আবারও এই অভিনেতার সঙ্গে কাজ করার বার্তাও দিয়ে রেখেছেন তিনি।
প্রায় ২৫ বছর আগে ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় কীভাবে সালমান খানকে রাজি করিয়েছিলেন, সেই গল্প ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন করণ জোহর। করণ তার ফেসবুক ওয়ালে এ পোস্টে লেখেন, ‘একটি পার্টিতে এক কোণে দাঁড়িয়েছিলাম। একজন বড় তারকা এসে কারণটা জানতে চেয়েছিলেন। আমি তাকে জানালাম, অনেক অভিনেতার কাছ থেকে একটা চরিত্রের জন্য হতাশ হয়ে ফিরে এসেছি।’
করণ জানান, সেই বড় তারকা ছিল সালমান খান। যদিও সালমান তার বোনের কাছ থেকে চিত্রনাট্যের ব্যাপারে আগেই জানতেন। পরের দিনই তিনি করণকে তার সঙ্গে দেখা করতে বলেন।
করণ জানান, তিনি যে সালমানকে তার চিত্রনাট্য শোনানোর সুযোগ পাবেন, সেটা স্বপ্নেও ভাবেননি। অনেক প্রার্থনা করে তার (সালমান) কাছে গিয়ে সিনেমার শুরুটা শোনালাম। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ‘আমি ছবিটা করব’।
এ সিনেমার দ্বিতীয়ার্ধে সালমানের প্রবেশের কথা জেনেও সালমান রাজি হন। সেসময় নাকি সালমান করণকে বলেছিলেন, ‘আমি তোমার বাবাকে ভালোবাসি এবং এ সিনেমা না করলে আমার বোন হয়তো আমাকে মেরে ফেলবে।’
‘এভাবেই আমি আমার প্রথম সিনেমা আমন খানকে (সিনেমায় সালমানের চরিত্রের নাম) খুঁজে পেয়েছি’ জানান করণ জোহর।
পোস্টে ২৫ বছর পর আবারও সালমানের সঙ্গে কাজের ঘোষণা দিয়েছেন করণ। জানা গেছে, আগামী বছর ‘দ্য বুল’ সিনেমায় অভিনয় করবেন সালমান। ‘শেরশাহ’ সিনেমার পরিচালক বিষ্ণুবর্ধন এটি পরিচালনা করবেন।