‘রুবেল-মুস্তাফিজদের দেখে ভবিষ্যৎ প্রজন্ম উদ্বুদ্ধ হবে’

বাংলাদেশের বোলিংয়ের মূল অস্ত্র এখন পেস আক্রমণ, তা মানতে কারোরই দ্বিধা নেই। মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানদের মতো বোলাররা এখন দলের প্রতিনিধিত্ব করছেন। এদের দেখেই ভবিষ্যৎ প্রজন্ম পেস বোলার হতে উদ্বুদ্ধ হবে। বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের খণ্ডকালীন পেস পরামর্শক হিসেবে কাজ করতে আসা পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ এমনটাই মনে করেন।
বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করতে সাতদিনের জন্য ঢাকায় এসেছেন আকিব জাবেদ। শুক্রবার ঢাকায় পৌঁছে শনিবারই তিনি নেমে পড়লেন মাঠে। প্রথম দিন এইচপি ও জাতীয় দলের বোলার ছাড়াও স্থানীয় কোচ সরোয়ার ইমরান, মিজানুর রহমান ও মাহবুব জ্যাকির সঙ্গেও কথা বলেন তিনি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরে সাংবাদিকদের আকিব জাভেদ বলেন, ‘বাংলাদেশ দলে এখন আদর্শ পেস বোলার চলে এসেছে। রুবেল, তাসকিন ও মুস্তাফিজরা এসে পড়ায় আগামী কয়েক বছরে আপনারা আরো পেস বোলার পাবেন। এদের দেখে তরুণ প্রজন্ম পেস বোলার হতে উদ্বুদ্ধ হবে।’
আদর্শ বোলার না থাকায় এর আগে বাংলাদেশ ভালো পেসার পায়নি বলে মনে করেন আকিব, ‘পাকিস্তানে ইমরান খানকে দেখে পাকিস্তানে অনেক পেস বোলার উঠে এসেছে। বাংলাদেশে তেমন আদর্শ পেস বোলার ছিলেন না বলেই হয়তো খুব বেশি প্রতিভাবান পেসার উঠে আসেনি। এখন যে তিন পেসার আছে, তারা তরুণদের দেখাতে পেরেছে ভালো কিছু করার ক্ষমতা তারা রাখে।’