‘ডন’ পরিচালক আর নেই

৭০ ও ৮০ দশকের বলিউড প্রেমীরা যাকে ‘ডন’ এর জনক হিসেবে জানেন, সেই নির্মাতা চন্দ্র বারোট আর নেই। ২০ জুলাই (রবিবার) ৮৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।
চন্দ্র বারোটের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী দীপা বারোট। এনডিটিভির খবরে বলা হয়েছে, দীর্ঘ সাত বছর ধরে পালমোনারি ফাইব্রোসিসে ভুগছিলেন তিনি। গুরু নানক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেশ কিছুদিন, এর আগে ভর্তি ছিলেন মুম্বাইয়ের জসলোক হাসপাতালেও।
১৯৭৮ সালে অমিতাভ বচ্চনকে নিয়ে নির্মাণ করেন কালজয়ী ‘ডন’। সেই একটি কাজেই বলিউডে অমর হয়ে যান বারোট। অমিতাভের ‘ডন’ চরিত্র এতটাই জনপ্রিয় হয়েছিল যে, অনেক ভক্ত তখন থেকে তাকেই ‘ডন’ বলে ডাকতে শুরু করেন।
চন্দ্র বারোটের সেই ‘ডন’ পরবর্তীতে আবারও ফিরে আসে। নতুন চেহারায়। ২০০৬ সালে ফারহান আখতার নির্মাণ করেন দ্বিতীয় কিস্তি, যেখানে ডনের চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। এখন তৈরি হচ্ছে ‘ডন ৩’। অভিনয়ে রণবীর সিং ও কৃতি শ্যানন। এই পর্বটি উৎসর্গ করা হচ্ছে চন্দ্র বারোটকে।
‘ডন’-এর বাইরে বারোট নির্মাণ করেন বাংলা কাজ ‘আশ্রিতা’ ও হিন্দি ‘প্যার ভারা দিল’। তবে তার আরও বেশ কিছু প্রজেক্ট অসম্পূর্ণ রয়ে গেছে— যেমন ‘বস’, ‘নীল কো পাকাদনা’ ও ‘ইম্পসিবল’।