রোনালদোর সঙ্গে ‘রহস্যময়ী’কে ঘিরে গুঞ্জন

ক্রিস্টিয়ানো রোনালদো-ইরিনা শায়েকের পাঁচ বছরের প্রেম উপাখ্যানের আকস্মিক সমাপ্তি ঘটেছিল গত বছর জানুয়ারিতে। এই রিয়াল মাদ্রিদ তারকা এর পর থেকে অনেকটাই একা।
হঠাৎ খবর, রোনালদোর সঙ্গে নাকি এক রহস্যময়ী নারীর দেখা মিলেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক নৈশক্লাবে দুজনকে ঘনিষ্ঠভাবে নাকি দেখা গেছে।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, রহস্যময়ী সেই নারী নাকি মেক্সিকান মডেল এইজা গঞ্জালেজ। রোনালদো ও এইজার মধ্যে এখন নাকি বেশ দহরম-মহরম চলছে বলে আলোচনা চলছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক নাইট ক্লাব ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল তারকারা হাজির হয়েছিলেন। পার্টিতে রোনালদো নাকি হঠাৎ এগিয়ে গেলেন বেলকনিতে দাঁড়িয়ে থাকা সুন্দরীদের দিকে। জড়িয়ে ধরে আলতো করে নাকি ঠোঁট ছোঁয়ালেন সেই সুন্দরীর কাঁধে। তিনিই নাকি মেক্সিকান মডেল এইজা।
অবশ্য রোনালদোর জন্য এটি নতুন কিছু নয়। ফুটবল মাঠে তিনি যেমন আগ্রাসী, মাঠের বাইরেও তাঁর চলাফেরা বিভিন্ন সময় সমালোচনার জন্ম দিয়েছে। এটিও হতে পারে আরেকটি উদাহরণ।