যুক্তরাষ্ট্রে ভারত-উইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ

ক্যারিবীয় সফরে গিয়ে শুধু চারটি টেস্টই খেলার কথা ছিল ভারতের। তবে সিরিজের মাঝপথে যোগ হয়ে গেল দুইটি টি-টোয়েন্টি ম্যাচও। ২২ আগস্ট টেস্ট সিরিজ শেষ হওয়ার পর দুইটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। আর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে।
যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের চেষ্টা অনেক দিন ধরেই চালাচ্ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুরুতে সংক্ষিপ্ত আকারের একটি আইপিএল আয়োজনের পরিকল্পনা ছিল তাদের। সেটি বাতিল হয়ে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কে ম্যাচ দুটি আয়োজিত হবে ২৭ ও ২৮ আগস্ট।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দলও নির্বাচন করা হবে অধিনায়কের পছন্দ অনুযায়ী। অন্যদিকে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজও ভারতের মুখোমুখি হবে নিজেদের সেরা দল নিয়ে। ফলে টি-টোয়েন্টির অন্যতম সেরা দুই দলের জমজমাট লড়াই-ই উপভোগ করতে পারবেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটপ্রেমীরা।
বিশেষভাবে ক্রিকেটের কথা মাথায় রেখেই ২০০৭ সালে নির্মাণ করা হয়েছিল ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক। এই মাঠে এখন পর্যন্ত খেলা হয়েছে চারটি টি-টোয়েন্টি ম্যাচ। সবগুলোতেই উপস্থিত ছিল নিউজিল্যান্ড। এর আগে কিউই ক্রিকেটাররা এই মাঠে খেলেছেন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি করে ম্যাচ। ভারত এবারই প্রথমবারের মতো খেলবে যুক্তরাষ্ট্রের মাটিতে।