টেনিসে আবারও অঘটন, এবার বিদায় সেরেনার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/10/photo-1470802472.jpg)
রিও অলিম্পিকে একের পর এক অঘটন ঘটে চলেছে টেনিস কোর্টে। অলিম্পিকের মেয়েদের দ্বৈত ইভেন্টে প্রথমবারের মতো হারের স্বাদ পেয়েছেন উইলিয়ামস বোনেরা। ছেলেদের এককে প্রথম রাউন্ডেই হেরে গেছেন টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা নোভাক জোকোভিচ। এগুলোর রেশ কাটতে-না-কাটতেই টেনিস কোর্টে আবারও ঘটে গেল বড় এক অঘটন। এবার অলিম্পিক থেকে বিদায় নিতে হলো সেরেনা উইলিয়ামসকে। তৃতীয় রাউন্ডের ম্যাচে সেরেনা হেরে গেছেন ইউক্রেনের ইলিনা স্ভিতোলিনার কাছে।
কাঁধের ইনজুরি নিয়ে তৃতীয় রাউন্ডের এই ম্যাচে অংশ নিয়েছিলেন সেরেনা। সেটা যে তাঁকে ভালোই ভুগিয়েছে, তা স্পষ্টই বোঝা গেছে। ১৩ বছরের ছোট স্ভিতোলিনার বিপক্ষে হেরে গেছেন ৬-৪, ৬-৩ গেমের সরাসরি সেটে। ফলে পঞ্চমবারের মতো অলিম্পিকের স্বর্ণপদক জয়ের স্বপ্ন অধরাই থেকে গেছে সেরেনার। এখন অংশগ্রহণই বড় কথা, এই বাক্যটাকেই সান্ত্বনা হিসেবে ধরে নিচ্ছেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা। অলিম্পিক থেকে হতাশাজনক বিদায়ের পর সেরেনা বলেছেন, ‘এটা খুবই দারুণ একটা সুযোগ ছিল। অবশ্য আমি যেভাবে চেয়েছিলাম, সেভাবে সবকিছু হয়নি। কিন্তু আমি রিও পর্যন্ত আসতে পেরে খুশি। এটা ছিল আমার অন্যতম একটা লক্ষ্য।’
২০১২ সালের লন্ডন অলিম্পিকে মেয়েদের একক ইভেন্টের স্বর্ণ জিতেছিলেন সেরেনা। আর ২০০০, ২০০৮ ও ২০১২ সালে মেয়েদের দ্বৈত ইভেন্টের স্বর্ণ জিতেছিলেন বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে। এবার উইলিয়ামস বোনেরা দ্বৈত ইভেন্টে হারের মুখ দেখেছেন প্রথম রাউন্ডেই।