আইসিসির ছাড়পত্রের অপেক্ষায় আশরাফুল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/08/14/photo-1471171121.jpg)
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার দায়ে ২০১৩ সালের আগস্টে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হন মোহাম্মদ আশরাফুল। দীর্ঘ তিন বছর ক্রিকেটের বাইরে তিনি। একসময়কার এই তারকা ক্রিকেটারের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গতকাল শনিবার।
মেয়াদ শেষ হলেও আশরাফুলকে অপেক্ষায় থাকতে হচ্ছে আইসিসির চিঠি পাওয়ার। তার পরই তিনি খেলতে পারবেন বিপিএল ছাড়া ঘরোয়া সব ধরনের ক্রিকেটেই। অবশ্য ২০১৮ সালের আগে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন না তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “হ্যাঁ, আশরাফুলের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। তবে আইসিসির ‘গুড অব কন্ডাক্ট’ নামের একটা ছাড়পত্র এলেই ঘরোয়া ক্রিকেটে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। আইসিসির কাছে আমরা তা চেয়েছি। আশা করি, কয়েক দিনের মধ্যেই চলে আসবে এই চিঠি।”
বিপিএলে ম্যাচ পাতানোয় জড়িয়ে আট বছরের নিষেধাজ্ঞার শাস্তি পান আশরাফুল। এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। তাতে নিষেধাজ্ঞার মেয়াদ কমে দাঁড়ায় পাঁচ বছরে। এর মধ্যে দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা হওয়ায় শাস্তিটা আসলে তিন বছরের। আইসিসি ও বিসিবির শিক্ষা এবং পুনর্বাসন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করায় দুই বছরের নিষেধাজ্ঞা উঠে যায়।
৬১ টেস্ট খেলে ছয়টি শতক ও আটটি অর্ধশতকসহ ২,৭৩৭ রান করেছেন আশরাফুল। ১৭৭টি ওয়ানডে ম্যাচে তাঁর রান ৩,৪৬৮। যার মধ্যে আছে তিনটি শতক ও ২০টি অর্ধশতক।