জিতেও অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ কোচ
‘জানি না বার্সা আর কোনো পয়েন্ট নষ্ট করবে কি না। তবে আমরা নিশ্চিত যে শেষ চার ম্যাচে জিততে পারব। আমরা এখন মৌসুমের ভীষণ গুরুত্বপূর্ণ সময় পার করছি। যেখানে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।‘—আলমেরিয়াকে ৩-০ গোলে হারানোর পর রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির প্রতিক্রিয়া। সহজ জয় পেয়ে খুশি, তবে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না তিনি। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ২ পয়েন্টের ব্যবধান যে কমে যায়নি!
আগের দিন গেতাফেকে ৬-০ গোলে উড়িয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়েছে বার্সেলোনা। বার্সার বিশাল জয়ে বড় অবদান লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের। দুজনেরই গোল দুটি করে। একটি করে গোল করেন নেইমার ও জাভি। বুধবার রাতে রিয়ালও জিতল সহজেই। হামেস রদ্রিগেজ ও আলভেরো আরবেলোয়ার লক্ষ্যভেদের ফাঁকে দ্বিতীয় গোলটি ছিল আত্মঘাতী।
urgentPhoto
তাই লিগের সেরা দুই দলের ব্যবধানেও পরিবর্তন আসেনি। ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৮২। ফার্নান্দো তরেসের গোলে ভিয়ারিয়ালকে ১-০তে হারানো আতলেতিকো মাদ্রিদ ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। তিন দলেরই আর চারটি করে ম্যাচ বাকি।
শুধু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর শিরোপা-লড়াই নয়, দুই মহাতারকার লড়াইও জমে উঠেছে লা লিগায়। এই রাউন্ডে সফল না হলেও ৩৯ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার আসন ধরে রেখেছেন ক্রিস্টিয়ান রোনালদো। মেসির গোল ৩৮টি।