সহজ ডট কমে ক্রিকেটের টিকেট পেতে দুর্ভোগ

আন্তর্জাতিক আসরের টিকেট এর আগে বরাবরই ব্যাংকের মাধ্যমে বিক্রি করত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর জন্য দর্শকদের অনেক দুর্ভোগ পোহাতে হতো। একটি টিকেটের জন্য সারা রাত ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো।
দর্শকদের দুর্ভোগের কথা ভেবে সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে সিরিজে প্রথমবারের মতো অনলাইনে টিকেট বিক্রির সিদ্ধান্ত নেয় বিসিবি। সে ধারাবাহিকতায় এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও অনলাইনে বিক্রি করছে তারা।
অনলাইনে বাসের টিকেট বিক্রির ওয়েবসাইট সহজ ডটকম (www.shohoz.com) এই সিরিজের টিকেট বিক্রির দায়িত্ব পেয়েছে।
কিন্তু অনলাইনে টিকেট কিনতে গিয়ে দর্শকদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সহজ ডটকমের ওয়েবসাইটে ঢুকে অনেকেই টিকেট কিনতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
তেমনই একজন রাজধানীর মিরপুরের পীরের বাগের আহসান হাবিব। এনটিভি অনলাইনে টেলিফোন করে তিনি বলেন, ‘আজ ভোর থেকে চেষ্টা করছি একটি টিকেট পাওয়ার জন্য। এর জন্য সহজ ডটকমের ওয়েবসাইটে গিয়ে বারবার চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত একটি টিকেটও কিনতে পারিনি। কখনো কারিগরি ত্রুটি দেখাচ্ছে, আবার কখনো বিক্রি হয়ে গেছে বলে ওয়েবসাইটে দেখানো হয়।’
একই অভিযোগ করেন মগবাজার এলাকার বাসিন্দা মো. রাকিব।
অবশ্য অনলাইনে টিকেট সহজেই পাওয়া যাবে বলে জানিয়েছেন সহজ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদের। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আশা করছি অনলাইনে দর্শকরা সহজেই টিকেট কিনতে পারবেন। এর আগে অনেক বড় বড় ইভেন্টের টিকেট বিক্রি করার অভিজ্ঞতা রয়েছে আমাদের। আশা করছি ক্রিকেটেও এই কাজটি আমরা সাফল্যের সঙ্গে করতে পারব।’