কাবাডি বিশ্বকাপে অঘটনের শিকার ভারত

কাবাডিতে ভারতের ঈর্ষণীয় সাফল্য, অজস্র শিরোপায় তারা ভূষিত। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বলার মতো কোনো সাফল্য নেই। দুই দলের লড়াইয়ে কোরিয়ানদের স্রেফ উড়ে যাওয়ার কথা। কিন্তু বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হলো ঠিক উল্টো ঘটনা। স্বাগতিক ভারতকে হতভম্ব করে বিজয়ের আনন্দে মেতে উঠেছে দক্ষিণ কোরিয়ানরা। টানটান উত্তেজনায় ভরা ম্যাচের ফল ৩৪-৩২।
২০০৪ সালে কাবাডি বিশ্বকাপ শুরু হওয়ার পর প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অন্যদিকে কোরিয়া কখনো সেমিফাইনালেও উঠতে পারেনি। এ থেকেই বোঝা যায় দুই দলের মধ্যে কতটা ব্যবধান। শুক্রবার রাতে আহমেদাবাদে এক সময় সাত পয়েন্টে এগিয়ে থেকেও ভারত জিততে পারেনি। শেষ দিকে প্রতিপক্ষের বেশ কিছু ভুলের সুযোগ কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নিয়েছে কোরিয়া।
টুর্নামেন্টের শুরুতেই অঘটনের শিকার হয়ে স্বাগতিকরা বিমর্ষ। খেলাশেষে ভারতের অধিনায়ক অনুপকুমার বলেছেন, ‘আজ আমাদের রেইডাররা নিজেদের সেরাটা দিতে পারেনি। শেষ দিকে আমরা বেশ কিছু মারাত্মক ভুল করেছি। আর তার মূল্যও দিতে হয়েছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমেও ভারতের অপ্রত্যাশিত হার নিয়ে আলোচনার ঝড় উঠেছে। স্ট্যানলি পিগনাল নামের এক ব্যক্তি টুইটারে লিখেছেন, ‘কোরিয়া কাবাডি বিশ্বকাপে ভারতকে হারিয়েছে। এটা অনেকটা বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে লিখটেনস্টাইনের ব্রাজিলকে হারিয়ে দেওয়ার মতো ঘটনা।’