কাবাডিতে কোরিয়ার কাছে হারল বাংলাদেশ

শেষ দুই মিনিটের সুপার রেইডে কপাল পুড়ল বাংলাদেশের। বৃহস্পতিবার রাতে পুরো ম্যাচে এগিয়ে থেকেও ৩৫-৩২ পয়েন্টে দক্ষিণ কোরিয়ার কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ। ভারতে অনুষ্ঠিত বিশ্ব কাবাডিতে এটা ছিল বাংলাদেশের তৃতীয় ম্যাচ।
এ ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের আধিপত্য ছিল দেখার মতো। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে বড় হারের ধাক্কাটা সামাল দিয়ে দারুণ খেলেছে তারা। খেলা শেষ হওয়ার মিনিট চারেক আগে কোরিয়ার চ্যাং সুপার রেইডে বাংলাদেশের কাছ থেকে আদায় করে নেন তিন পয়েন্ট। আর আগ পর্যন্ত বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল প্রায় নিশ্চিত জয়ের দিকে। ওই রেইডের পর হতাশ বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়নি। একের পর এক রেইডে শেষ পর্যন্ত ৩৫-৩২ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে শেষ চারটা নিশ্চিত করে ফেলে তারা।
আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচ বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে সহজেই পরাজিত করে বাংলাদেশ।